ভাষার মাসে ভাষার গানে শ্রাবণী শর্মা বিশ্বাস
এ সময়ের তরুণ প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী শ্রাবণী শর্মা বিশ্বাস। নিয়মিত গান করছেন তিনি। সম্প্রতি এই গায়িকা একটি মেলোডিধর্মী গানে কণ্ঠ দিয়েছেন। ভাষার মাসে ‘বাংলা ভাষা, জন্মভাষা' শিরোনামের এই মৌলিক গানটি ইউটিউবে মুক্তির প্রতীক্ষায়। গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী শ্রাবণী শর্মা বলেন, গানের কথা