এক নজরে অস্কার ২০২৫ এর সেরা স্বপ্নবাজ
মহা সমারোহে পর্দা নামলো বিশ্ব চলচ্চিত্রের মহা উৎসব অস্কারের ৯৭তম আসরের। ২০২৫-এর ২ মার্চ কোটি কোটি সিনেমাপ্রেমির উদ্দীপ্ত দৃষ্টি ছিল লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারের দিকে। অ্যাকাডেমি অব মোশন পিক্চার আর্টস অ্যান্ড সায়েন্সেস’র পরিবেশনায় প্রাণবন্ত হয়ে উঠেছিল মার্কিন মুল্লুকের হলিউড সন্ধ্যা।