দলে রাখা হলো না ওপেনার ফখর জামানকে
পাকিস্তান ক্রিকেটের এ সময়ের অন্যতম সেরা তারকা হলেন বাবর আজম; কিন্তু সাম্প্রতিক সময়ে ধারাবাহিকতার অভাবে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের দল থেকেই বাদ পড়ে যান সাবেক অধিনায়ক বাবর।
বাবর আজমের মতো একজন তারকা ক্রিকেটারের দল থেকে বাদ পড়াটা মোটেও ভালোভাবে নিতে পারেননি সতীর্থ ওপেনার ফখর জামান। সোশ্যাল মিডিয়ায় বাবর আজমের বাদ পড়া নিয়ে প্রতিবাদ করে পোস্ট করে বিপাকে পড়েছেন তিনি।
বাবর আজমের পক্ষ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার কারণেই হয়ত একের পর এক সিরিজে ফখর জামানকে সাইড বেঞ্চে বসিয়ে রাখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
চলতি মাসে জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের ওয়ানডের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ক্রিকেট দল। এ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছে পিসিবি।
ঘোষিত সেই দলে রাখা হয়নি পাকিস্তানের এ সময়ের সেরা ওপেনার ফখর জামানকে। তার বাদ পড়া নিয়ে পাকিস্তান ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদ বলেছেন, ফখর জামান ফিট থাকলে দলে ফিরবে।
আকিব বলেন, ‘ফখর জামান একজন ম্যাচজয়ী খেলোয়াড়। তার ফিটনেস সমস্যা ছিল, তবে যদি সে উন্নতি করে তবে নির্বাচক কমিটি অবশ্যই তাকে দলে নেওয়ার জন্য পুনর্বিবেচনা করবে।’
সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে গিয়ে পাকিস্তান ক্রিকেট দল ওয়ানডে সিরিজে জয় পেলেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়।
এ ব্যাপারে বুধবার লাহোরে সংবাদ সম্মেলনে আকিব জাভেদ আরও বলেছেন, ‘নতুন নির্বাচক কমিটি আসার ফলে ফলাফলের অনেক উন্নতি হয়েছে। ২২ বছর পর অস্ট্রেলিয়া সফরে সিরিজ জয় একটি বড় অর্জন, বিশেষ করে সেখানকার কঠিন পরিস্থিতির কারণে। স্বাগতিক দলটিও এটিকে কঠিন মনে করছিল।’
আকিব জাভেদ বলেছেন, আমি গত ২২ বছরেরও বেশি সময় ধরে কোচিং করছি। ক্রিকেট খেলার পাশাপাশি কোচিং করে আমার যে অভিজ্ঞতা হয়েছে তা দলের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব।
এক প্রশ্নের জবাবে পাকিস্তানের সাবেক এই তারকা পেসার বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখনও অনেক সময় বাকি আছে। আশা করছি তার আগেই দল নতুনভাবে ঢেলে সাজাতে পারব। দলে অনেক পরিবর্তন দেখা যাবে। নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া উচিত, যেমনটা আমরা জিম্বাবুয়ের দলে পেয়েছি।