শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
  ১৯ জানুয়ারি ২০২৫, ১১:৩৫

পঞ্চগড়ে আবারো কমেছে তাপমাত্রা। রোববার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৯ ডিগ্রি রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। ফলে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। তবে সকাল থেকেই ঝলমলে রোদে জনজীবনে স্বস্তি দেখা গেছে।

সর্বশেষ বৃহস্পতিবার পর্যন্ত জেলায় মৃদু শৈত্যপ্রবাহ ছিল। তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৮ ডিগ্রি। এরপর শুক্র ও শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যেই ওঠানামা করে। 

শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি। দিনের তাপমাত্রাও (সর্বোচ্চ তাপমাত্রা) কমে রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি। দিনভর হালকা কুয়াশার সাথে উত্তরের হিমেল বাতাসে কনকনে ঠান্ডা অনুভূত হয়।

এর আগে ১০ জানুয়ারি চলতি শীত মৌসুমের প্রথম দফায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৩ ডিগ্রি।

এদিকে রোববার সকালেই সূর্যের মুখ দেখা যায়। চারদিকে ঝলমলে রোদ ছড়িয়ে পড়ায় দুর্ভোগ কমতে থাকে। তবে শৈত্যপ্রবাহের ফলে সকালে কাজে নামা কৃষি শ্রমিক, রিকশা ও ভ্যানচালকসহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ কমেনি।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, তেঁতুলিয়ায় টানা দুই দিন ধরে তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যেই ছিল। 

রোববার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। শনিবার রাত থেকে সকাল পর্যন্ত দ্বিতীয় দফার মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়।

মন্তব্য করুন