বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

সন্ধ্যা নামলেই শীত

নিজস্ব প্রতিবেদক
  ২৯ নভেম্বর ২০২৪, ১৩:২৮
ছবি-সংগৃহীত

হিমালয়কন্যা পঞ্চগড়ে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। উত্তর পশ্চিম থেকে বয়ে আসা হিমশীতল বাতাসের কারণে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করলেও এবার তা ১১ ডিগ্রির ঘরে এসে নেমেছে।
 
এতে জেলায় রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। দিনের তাপমাত্রা থাকছে ২৮ থেকে ৩০ ডিগ্রির ঘরে। সন্ধ্যা নামলেই শীত অনুভূত হচ্ছে। যা থাকছে পরদিন সকাল পর্যন্ত।

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।  

আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।

সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সূর্য উঠলেও হালকা কুয়াশা রয়েছে। সবুজ ঘাসের ডগায় টলমল করছে ভোরের শিশির। বৃষ্টির ফোটার মতো ঝরছে শিশির কণা। শিশির মাড়িয়ে কাজে যেতে দেখা যায় চাষিদের।  

স্থানীয়রা জানান, ধীরে ধীরে বাড়ছে শীতের মাত্রা। সন্ধ্যার পর থেকেই শীত অনুভূত হচ্ছে। পরতে হচ্ছে গরম কাপড়।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বাংলানিউজকে বলেন, গত কয়েকদিন ধরে আগের তুলনায় তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে।  

বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তা কমে আজ রেকর্ড হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

মন্তব্য করুন