শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সাগরে লঘুচাপ, শনিবারও সারাদেশে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
  ০৫ অক্টোবর ২০২৪, ০৮:০২

বঙ্গোপসাগরে লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামীকাল শনিবারও সারাদেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (৪ অক্টোবর) রাতে সংস্থাটি জানিয়েছে, শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

এসময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আগামী রোববার থেকে ঢাকা, রংপুর ও উপকূলীয় জেলায় বৃষ্টি কিছুটা কমতে পারে। তবে এদিন রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে।

আজ শুক্রবার দিনভর ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিন দেশের সর্বোচ্চ ২১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে টাঙ্গাইলে।

মন্তব্য করুন