বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

শীতে হাত-পা কাঁপছে চুয়াডাঙ্গাবাসীর

নিজস্ব প্রতিবেদক
  ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৮
ছবি-সংগৃহীত

মাঘ মাসের শেষের দিকে এসে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।

কয়েকদিন ধরে শীতের তীব্রতা কিছুটা কমে আসলেও মাঘ মাসের এই শেষ পর্যায়ে অর্থাৎ গত দুদিনে আবারও শীত বৃদ্ধি পায়। ফলে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। হিমেল বাতাসের কারণে শরীরে কাঁপুনি ধরিয়ে দেয়।

বিশেষত জেলার ছিন্নমূল মানুষ  এবং দিনমজুরদের জন্য শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হওয়া অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশ।

আবহাওয়া অফিস জানায়, আজ থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, যা ২ থেকে ৩ দিন অব্যাহত থাকতে পারে।

রিকশাচালক লিয়াকত আলী বলেন, ‘কয়েকদিন ঠান্ডা কম ছিল, তবে গত দুদিনে শীতের তীব্রতা বেড়ে গেছে। হাত-পা কাঁপছে, দিনে রোদ থাকায় শীত তেমন অনুভূত না হলেও বিকাল থেকে শীতের তীব্রতা বাড়ে।’

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আজ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা ২ থেকে ৩ দিন অব্যাহত থাকতে পারে। 

আগামীকাল (রবিবার) থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে পরে আবার তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য করুন