নির্ধারিত সময়ে ১-১ গোলের ব্যাবধানে ম্যাচ শেষ হওয়ায় টাইব্রেকারে গড়াল ম্যাচ। সেখানে নাটকীয়তার পর ৭-৬ ব্যাবধানে কমিউনিটি শিল্ড জিতেছে ম্যানচেস্টার সিটি।
এই সিটিকেই ২-১ গোলের ব্যাবধানে হারিয়ে এ বছরের এফএ কাপ জেতা ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শনিবার (১০ আগস্ট) কমিউনিটি শিল্ডের ম্যাচে মাঠে নামে সিটি।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ম্যাচের ৮২তম মিনিটে রেড ডেভিলসদের এগিয়ে নিয়ে জয়ের ভালো সম্ভাবনা তৈরি করেন আলেহান্দ্রো গারনাচো।
তবে স্কাই ব্লুজদের বেশিক্ষণ আটকে রাখতে পারেননি তারা। ৮৯তম মিনিটে সিটিকে সমতায় ফেরান বের্নার্দো সিলভা। এরপর ম্যাচটি সরাসরি টাইব্রেকারে গড়ালে ১৬টি শটের পর সিটির জয় নিশ্চিত হয়।
টাইব্রেকারের শুরুতে সিটির হয়ে শট নিতে আসা সিলভা প্রথম শটটিই মিস করেন। এরপর চতুর্থ রাউন্ডে গিয়ে ইউনাইটেডের হয়ে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন গত মৌসুমে প্রবল সমালোচনায় থাকা জেডন স্যানচো। ফলে সমতায় ফেরার সুযোগ পায় সিটি।
এরপর দুই দলের আর কেউ ভুল না করলে একেক রাউন্ড করে এগোতে থাকে টাইব্রেকার। তবে অষ্টম রাউন্ডে গিয়ে ফের ভুল করে বসেন ইউনাইটেডের জনি ইভানস। এরপর মানুয়েল আকাঞ্জির নিখুঁত শটে জয় নিশ্চিত করে পেপ গার্দিওলার শিষ্যরা।
এই জয়ে ২০১৯ সালের পর প্রথমবারের মতো কমিউনিটি শিল্ড জিতল সিটি। ২০২১ সালে লেস্টার সিটির কাছে হারের পর ২০২২ সালে লিভারপুল এবং গত মৌসুমে আর্সেনালের কাছে তারা।
তবে এফএ কাপের ফাইনালে হারের ৭৭ দিন পর ফের ম্যানচেস্টার ইউনাইটেডকে পেয়ে ভালো প্রতিশোধ নিলেন আর্লিং হালান্ড-কেভিন ডি ব্রুইনেরা।
মন্তব্য করুন