বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

উইম্বলডনের নতুন রানি ক্রেচিকোভা

স্পোর্টস ডেস্ক
  ১৪ জুলাই ২০২৪, ০০:৩৫
ছবি- সংগৃহীত

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর উইম্বলডনের নারী এককের শিরোপা জিতেছেন চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেচিকোভা। ফাইনালে ইতালির জেসমিন পাওলিনিকে ৬-২, ২-৬, ৬-৪ ব্যবধানে হারিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জয় করেছেন তিনি।

চলতি বছর ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ইগা শিয়াতেকের কাছে হেরেছিলেন পাওলিনি। এবার উইম্বলডনেও হৃদয় ভেঙেছে তার। প্রথম সেটে ক্রেচিকোভার কাছে পাত্তাই পাননি এই ইতালিয়ান। ৬-২ ব্যবধানে সে সেট জিতে নেন চেক প্রজাতন্ত্রের ক্রেচিকোভা।

পিছিয়ে পড়েও হাল ছাড়েননি পাওলিনি। দ্বিতীয় সেট একই ব্যবধানে জিতে ম্যাচে ফেরেন তিনি। এতে তৃতীয় এবং শেষ সেটই নির্ণায়ক হয়ে ওঠে।

সে সেটে এক পর্যায়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে যান ক্রেচিকোভা। পাওলিনি পরে ৫-৪ করলেও লাভ হয়নি। শেষ গেমে নিজের সার্ভিস ধরে রেখে ৬-৪ ব্যবধানে সেট, ম্যাচ এবং উইম্বলডন জয় করেন ক্রেচিকোভা।

এর আগে ২০২১ সালে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যাম ছুঁয়ে দেখেছিলেন চেক টেনিস তারকা। সে বছর ফ্রেঞ্চ ওপেন জয়ের পর দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামের জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে তিন বছর।

ঘাসের কোর্টে প্রথমবার শিরোপা জিতে ক্রেচিকোভার আনন্দ যেন আর ধরে না, ‘অবিশ্বাস্য। এটা আমার টেনিস ক্যারিয়ারের সেরা দিন, আসলে আমার জীবনেরই শ্রেষ্ঠ দিন।’

মন্তব্য করুন