নতুন মৌসুমটায় নিজেকেই যেন ছাড়িয়ে যাওয়ার মিশনে নেমেছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত উপহার দিয়েছেন দুর্দান্ত ফুটবল। সবশেষ রোববার রাতের বিগম্যাচে দুই গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন দুই গোল। চলতি মৌসুমে লিভারপুলের দুরন্ত বেগে ছুটতে থাকার মূল কারিগরও বলা যায় তাকে।
এখন পর্যন্ত লিগে কেবল দুই ম্যাচেই কোনো গোল বা অ্যাসিস্ট পাননি সালাহ। যার একটি ছিল ১৪ই সেপ্টেম্বর নটিংহাম ফরেস্টের বিপক্ষে। অন্যটি ৫ই অক্টোবর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। অন্যান্য সব ম্যাচেই অন্তত একটি গোল বা অ্যাসিস্ট ছিল তার। যার সুবাদে প্রিমিয়ার লিগের ইতিহাসেও নাম তুলেছেন তিনি। ১৯৯২ সাল থেকে প্রিমিয়ার লিগ শুরুর পর যা আর কেউই করতে পারেননি।
ইংলিশ ফুটবলের শীর্ষ এই লিগে প্রথম খেলোয়াড় হিসেবে বড়দিন (২৫ ডিসেম্বর) এর আগে অন্তত ১০ গোল এবং ১০ অ্যাসিস্ট করা খেলোয়াড় হয়েছেন মোহাম্মদ সালাহ। চলতি মৌসুমে তার গোল ১৫টি। আর অ্যাসিস্ট ১১টি। এর আগে ২৫ ডিসেম্বরের আগে এমন কিছু কারো মাধ্যমে হয়নি।
জোড়া গোল আর অ্যাসিস্ট করে ভিন্ন আরেকটা ইতিহাসও গড়েছেন সালাহ। প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ৬ মৌসুম ১০-এর বেশি গোল ও অ্যাসিস্ট করেছেন এই মিশরীয় তারকা। এদিন হাল্যান্ডকে পেছনে ফেলে চলতি মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতা (১৫ গোল) ও সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক হয়েছেন তিনি।
এমনকি লিভারপুলের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা এখন সালাহ। বিলি লিডলকে পেছনে ফেলে অলরেডদের জার্সিতে তার গোল এখন ২২৯টি। সামনে আছেন গর্ডন হজসন (২৪১ গোল), রজার হান্ট (২৮৫ গোল) এবং ইয়ান রাশ (৩৪৬ গোল)।
ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্দশা
প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড ছন্দে নেই বেশ অনেকটা দিন ধরেই। মৌসুমের মাঝপথে কোচ ছাঁটাই করেও খুব একটা লাভ হয়নি তাদের। পর্তুগিজ কোচ রুবেন আমোরিম ব্যর্থ হয়েছেন ফলাফলে পরিবর্তন আনতে। সবশেষ ম্যাচে বোর্নমাউথের কাছে ৩-০ গোলে হেরেছে রেড ডেভিলরা।
তাতে লিগ টেবিলের ১৩তম স্থানে নেমে গেছে ম্যান ইউনাইটেড। ১৯৯২ সালে প্রিমিয়ার লিগ শুরুর পর থেকে এবারই প্রথম লিগ টেবিলে ১০-এর বাইরে থেকে বড়দিনের বিরতিতে যাচ্ছে রেকর্ড ২০ বারের চ্যাম্পিয়নরা।
মন্তব্য করুন