রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

‘অপয়া’ মাঠে আবার হতাশ রিয়াল

স্পোর্টস ডেস্ক
  ১৫ ডিসেম্বর ২০২৪, ১০:০৯

ভায়োকাসের এই মাঠটি রিয়াল মাদ্রিদের জন্য ‘অপয়া’ই বলা যায়। এই মাঠে আগের চার ম্যাচের তিনটিতেই পয়েন্ট হারাতে হয়েছিল। ফলে এই ম্যাচে জয়ের জন্য মরিয়া ছিল তারা। 

প্রতিপক্ষের জালে তিনবার বল পাঠায়ও। একবার এগিয়েও গিয়েছিল। কিন্তু শেষ হাসিটা চওড়া হলো না। রায়ে ভায়েকানোর ঘরের মাঠে ৩-৩ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হলো কার্লো আনচেলত্তির শিষ্যদের।

শনিবার রাতে ভায়োকাসের মাঠে স্প্যানিশ লা লিগার ম্যাচে রায়ে ভায়েকানোর বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়া রিয়াল বারবার প্রতিরোধ গড়লেও জয়ের দেখা পায়নি। তবে ৪ মিনিটে প্রথম ও ৩৬ মিনিটে দ্বিতীয় গোল হজম করেও হাল ছাড়েনি স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

চোটে ছিটকে পড়া কিলিয়ান এমবাপের না থাকার রাতেও রদ্রিগো, এর্দো গুলের ও জুড বেলিংহামদের নিয়ে সাজানো আক্রমণভাগ একের পর এক পরীক্ষায় ফেলছিল ভায়েকানোর রক্ষণদূর্গকে। 

৩৯ মিনিটে গুলেরের পাস থেকে দূরপাল্লার বুলেট গতির শটে ব্যবধান কমান রিয়ালের উরুগুইয়ান স্ট্রাইকার ভালভার্দে। প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোর ক্রস থেকে ইংলিশ মিডফিল্ডার বেলিংহামের দুর্দান্ত এক হেডে ম্যাচে ফেরে রিয়াল।

সমতায় থেকে শুরু করা ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে লস ব্লাংকোরা। ৫৬ মিনিটে রদ্রিগোর গোল তাদের এগিয়ে দিলেও সেটা ধরে রাখতে পারে মাত্র ৮ মিনিট। ৬৪ মিনিটে দলের তৃতীয় গোলটি করে ম্যাচ আরও জমিয়ে তোলেন ইশি প্লাজোন। বাকি সময়ে আর কেউ প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি।

এই ড্রয়ে ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে আছে রিয়াল। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। হেরে যাওয়া আগের ম্যাচটিতে অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে জিতে টেবিলের শীর্ষে ওঠার সুযোগ ছিল রিয়ালের। পরের ম‍্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে হারলে স্প্যানিশ চ্যাম্পিয়নদের নেমে যেতে হবে তিনে।

মন্তব্য করুন