অক্টোবরে সুইডেনের স্টকহোম সফরে গিয়েই অভিযোগের মুখে পড়েছিলেন কিলিয়ান এমবাপে। তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়। এ ঘটনায় তদন্তও শুরু করা হয় ফরাসী এই তারকার বিপক্ষে।
তবে দুই মাস পর এসে সেই ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেলেন রিয়াল মাদ্রিদের ফরাসী এই তারকা। সুইডেনের যে প্রসিকিউটর এই মামলার তদন্ত করছিলেন, তিনি এমবাপের বিপক্ষে অভিযোগ তুলে নিয়েছেন। কারণ, এমবাপের বিপক্ষে অভিযোগ গঠন করার মতো কোনো কিছুই পাননি তিনি।
অক্টোবরে ধর্ষণের অভিযোগে তদন্ত শুরু করা হলেও, ওই সময় সুইডিশ প্রসিকিউটররা সন্দেহভাজন কারও নাম প্রকাশ করেনি। তবে একাধিক সুইডিশ সংবাদমাধ্যম, রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের তারকা ফরোয়ার্ড এমবাপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে তদন্ত শুরু হওয়ার কথা নিশ্চিত করে।
এমবাপের প্রতিনিধিরা অবশ্য এই অভিযোগ ‘পুরোপুরি মিথ্যা’ বলে দাবি করেন। তাদের মতে এটা পুরোপুরি মিথ্যা এবং গুজব। এমনকি সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে একই কথা বলেন এমবাপে।
রিয়াল মাদ্রিদ তারকার এই দাবিই অবশ্য শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হয়েছে। নতুন খবর হচ্ছে, সুইডিশ প্রসিকিউটররা এমবাপেকে ধর্ষণের অভিযোগ থেকে অব্যহতি দিয়েছেন। পাশাপাশি তদন্তপ্রক্রিয়াও বন্ধ করে দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে প্রধান তদন্ত কর্মকর্তা মারিনা সিরাকোভা জানান, সুইডিশ রাজধানীর হোটেলে সংঘটিত ঘটনায় তদন্ত কার্যক্রম চালিয়ে নেওয়ার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ তাদের কাছে নেই।
সিরাকোভা বলেন, ‘তদন্ত কার্যক্রম চলার সময় সুপরিচিত এক ব্যক্তিকে যুক্তিসংগত কারণে ধর্ষণ এবং যৌন নিপীড়নের দুটি ঘটনায় সন্দেহের তালিকায় রাখা হয়। তবে আমার মূল্যায়ন হচ্ছে, তদন্ত এগিয়ে নেওয়ার মতো যথেষ্ট প্রমাণ হাতে নেই। এ কারণে এই তদন্তপ্রক্রিয়া বন্ধ করা হলো।’ পাশাপাশি সেই পরিচিত ব্যক্তি, অর্থাৎ এমবাপের কোনো ধরনের অপরাধে সংশ্লিষ্ট না থাকার কথাও নিশ্চিত করেন তিনি।
মন্তব্য করুন