মার্চে এশিয়ান কাপ বাছাইয়ে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, সিঙ্গাপুর ও হংকংকে। সোমবার মালয়েশিয়ায় হয়েছে গ্রুপিং।
গ্রুপিং কেমন হলো? বাংলাদেশের চূড়ান্ত পর্বে ওঠার সম্ভাবনা কতটুকু? এ নিয়ে সোমবার বিকেলে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। কোচের চুক্তি শেষ হবে ৩১ ডিসেম্বর। চুক্তি বাড়বে নাকি তাকে গুডবাই জানাতে হবে তা দেখতে অপেক্ষায় থাকতে হবে আরো কিছুদিন। তবে এখনো তিনি বাংলাদেশের কোচ বলে গ্রুপিং নিয়ে বক্তব্য দিয়েছেন।
হ্যাভিয়ের ক্যাবরেরা বাংলাদেশের গ্রুপকে রোমাঞ্চকর বলেছেন। বাংলাদেশের তিন প্রতিপক্ষই শক্তিতে এগিয়ে। র্যাংকিংয়ে গ্রুপে সর্বশেষ দল বাংলাদেশ (১৮৫)। সিঙ্গাপুর ১৬১, হংকং ১৫৬ ও ভারত ১২৭। কাগজ-কলমে গ্রুপে বাংলাদেশই আন্ডারডগ। খেলা হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে।
তিন প্রতিপক্ষকেই ঘরের মাঠে একবার করে মোকাবিলার সুযোগ পাবে বাংলাদেশ। ওই তিন ম্যাচকেই বেশি গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ কোচ। তার দাবী ঘরের মাঠে বাংলাদেশ বেশ শক্তিশালী। ২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে বাংলাদেশ কোনো ম্যাচ জিততে না পারলেও ঘরে প্রতিদ্বন্দ্বিতা গড়তে সক্ষম হয়েছিল।
উপমহাদেশের দল বলে বাংলাদেশের বেশি ম্যাচ খেলা হয়েছে ভারতের বিপক্ষে। তবে জয়ের হার আশাজাগানিয়া নয়। ভারতের বিপক্ষে ২৮ ম্যাচ খেলে জয়ের উল্লাস করতে পেরেছে মাত্র তিনটিতে। ১২ ম্যাচ ড্র করে হারতে হয়েছে ১৩টিতে।
হংকং ও সিঙ্গাপুরের বিপক্ষে চারটি করে ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে লাল-সবুজ জার্সিধারীদের। সিঙ্গাপুরের বিপক্ষে একটি জয় থাকলেও (এক জয়, এক হার, এক ড্র) নেই হংকংয়ের বিপক্ষে। একটি ম্যাচ ড্র করে হেরেছে তিনটিতে।
প্রতিপক্ষগুলোর বিপক্ষে এই যখন অতীত রেকর্ড তখন তাদের বিপক্ষে টক্কর দিয়ে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের টিকিট ছিনিয়ে নেওয়া বাংলাদেশের জন্য কঠিন এক চ্যালেঞ্জই।
ক্যাবরেরা সেই চ্যালেঞ্জ নিতে যান। যদিও সর্বশেষ ভুটান ও মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচগুলো কোনো আশার আলো দেখাচ্ছে না। যে কারণে কোচ চাইবেন ঘরের তিন ম্যাচে সর্বোচ্চ পয়েন্ট পেতে। পারবে কিনা সেটা সময়ই বলে দেবে।
গ্রুপিংয়ের সাথে সাথে এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচ সূচিও নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশকে প্রথম ম্যাচ খেলতে হবে ভারতের বিপক্ষে তাদের মাটিতে। এ ম্যাচটি হবে ২৫ মার্চ। পড়শি দেশের বিপক্ষে হোম ম্যাচ ১৮ নভেম্বর। বাছাই পর্ব শেষ হবে ২০২৬ সালের ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে।
বাংলাদেশের ম্যাচগুলো
২৫ মার্চ, ২০২৫ : ভারত-বাংলাদেশ
১০ জুন, ২০২৫ : বাংলাদেশ-সিঙ্গাপুর
৯ অক্টোবর, ২০২৫ : বাংলাদেশ-হংকং
১৪ অক্টোবর, ২০২৫ : হংকং-বাংলাদেশ
১৮ নভেম্বর, ২০২৫ : বাংলাদেশ-ভারত
৩১ মার্চ, ২০২৬ : সিঙ্গাপুর-বাংলাদেশ
মন্তব্য করুন