লা লিগায় আগের ম্যাচে মায়োর্কাকে ৫-১ হারিয়ে জয়ে ফিরেছিল বার্সেলোনা। তখন মনে হয়েছিল, আগামী কয়েক ম্যাচে অন্তত জয় পাবে কাতালানরা। কিন্তু হ্যান্সি ফ্লিকের দল জয়ের ধারা থেকে ছিটকে গেছে পরের ম্যাচেই। রিয়াল বেটিসের বিপক্ষে ২-২ গোলে ড্র করে পয়েন্ট খুঁইয়েছে বার্সা।
ম্যাচটি জিততে পারলে রিয়াল মাদ্রিদের চেয়ে অনেকটা এগিয়ে থাকতো বার্সা। কিন্তু সেটি হয়নি। অন্যদিকে একই রাতে জিরোনার বিপক্ষে জিতে বার্সার কাছাকাছি চলে এসেছে রিয়াল।
১৭ ম্যাচে বার্সার পয়েন্ট ৩৮। এক ম্যাচ হাতে রেখে রিয়ালের পয়েন্ট ৩৯। পরের ম্যাচে রিয়াল জিতে গেলেই চলতি মৌসুমে প্রথমবারের মতো শীর্ষস্থান হারাবে বার্সা। সেক্ষেত্রে দুই দলের ম্যাচও হবে সমান সমান।
গতকাল শনিবার রাতে বেটিসের মাঠে ম্যাচের মূল সময়ে এগিয়েই ছিল বার্সা। তবে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে গোল হজম করে প্রতিপক্ষের মাঠ থেকে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফিরতে ব্যর্থ হয় তারা।
বার্সার হয়ে প্রথম গোল করেন রবার্ট লেওয়ানডস্কি। ৩৯ মিনিটে জুলস কোন্ডোর অ্যাসিস্টে বেটিসের জালে বল জমা করেন প্যোল্যান্ড ফরোয়ার্ড। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা।
৬৮ মিনিটে সমতায় ফেরে বেটিস। স্বাগতিক দলটির হয়ে গোল করেন গিওবানি লো সেলসো। ডি-বক্সের ভেতর বার্সার ফ্রেংকি ডি জং বাজে ফাউল করে হলুদ কার্ড দেখলে পেনাল্টি পায় বেটিস। স্পটকিক পেয়ে গোল করতে ভুল করেননি আর্জেন্টিনায় অ্যাটাকিং মিডফিল্ডার।
৮২ মিনিটে আবারও এগিয়ে যায় বার্সা। তখন জয়ের সম্ভাবনা দেখছিলেন সফরকারী দলের সমর্থকরা। তবে ৯৪ মিনিটে তাদেরকে স্তব্ধ করে দেন বেটিসের বদলি খেলোয়াড় অ্যাসানে দিয়াও। এইতোর রুইবালের ক্রসে মাঝবক্স থেকে ডানপায়ের দারুণ শটে গোল করেন তিনি। এতে ২-২ গোলে সমতায় ফেরে বেটিস।
শেষ বাঁশি বাজার আগে আর কোনো গোল না হওয়ায় মাত্র ১ পয়েন্ট নিয়েই ফিরতে হয় বার্সাকে।
ম্যাচের পর বার্সা তারকা তোরেস বলেন, আমরা দ্বিতীয়ার্ধে ভালো ফিনিশিং দিতে পারিনি। সেটি করতে পারলে নিঃসন্দেহে ফল আমাদের পক্ষে থাকতো। কিন্তু আমরা এখন পরের ম্যাচের জন্য অপেক্ষা করছি। আর কোনো সময় নেই।
মন্তব্য করুন