বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

ইয়ামাল ফিরতেই ফের বড় জয়ের দেখা পেল বার্সা

প্রবাহ বাংলা নিউজ
  ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:২৮

মায়োর্কা ১ - ৫ বার্সেলোনা

হ্যান্সি ফ্লিকের দলের তুরুপের তাস কি তবে লামিনে ইয়ামাল। স্প্যানিশ এই উইঙ্গার ছিলেন না, বার্সেলোনাকেও ধুঁকতে হয়েছে লা লিগায় বিগত ৩ ম্যাচে। জয়হীন থেকে শিরোপা রেসে রিয়াল মাদ্রিদকে ফিরে আসার সুযোগ করে দিয়েছিল ব্লু-গ্রানারাই। কিন্তু লামিনে ইয়ামাল ফিরতেই দেখা গেল ক্ষুরধার বার্সাকে। ইয়ামাল করেছেন কেবল ১ অ্যাসিস্ট। তবে মাঠে তার উপস্থিতিই যেন ফর্মে থাকা রাফিনিয়া কিংবা দানি অলমোকে করলো অনেকখানি নির্ভার। বার্সেলোনাও মায়োর্কার মাঠ থেকে ফিরেছে অসাধারণ এক জয় নিয়ে। প্রেসিং ফুটবলের চূড়ান্ত রূপ দেখিয়ে ৫-১ গোলে জয় পেয়েছে কাতালুনিয়ার দলটি। চারটি গোল করেছে তারা দ্বিতীয়ার্ধে। শুরুতে ফেরান তরেস সফরকারীদের এগিয়ে দেন। দানি ওলমোর পায়ে লেগে যাওয়া বল বক্সের ভেতর ক্লিয়ারের চেষ্টায় বড় রকমের ভুল করে ফেলেন মায়োর্কার এক ডিফেন্ডার। আলগা বলে শট নেন ফেররান, গোলরক্ষকের চেষ্টার পরেও জালে জড়ায় বল। ২০ মিনিটের মাঝেই আরও দুবার গোলের সুযোগ ছিল বার্সার। কিন্তু হতাশ হতে হয় তাদের।

৪৩তম মিনিটে সমতা ফেরায় মায়োর্কা। বার্সার অফসাইড ট্র্যাপ ভেঙ্গে স্বাগতিক সমর্থকদের আনন্দের উপলক্ষ্য এনে দেন মারিকি। প্রথমার্ধের যোগ করা সময়ে ফের এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি রাফিনিয়া। মায়োর্কার গোলরক্ষকের কারণে হতাশ হতে হয় তাকে। ৫৬ মিনিটে য়ামালকে বক্সে মায়োর্কার এক ডিফেন্ডার ফেলে দিলে পেনাল্টি। স্পটকিক থেকে নিজের গোলের খাতা খোলেন রাফিনিয়া। বার্সা অধিনায়ক পরের গোল পেয়ে যান ৭৪ মিনিটে। ৫৩তম মিনিটে বক্সের বাইরে থেকে রাফিনিয়ার ফ্রি-কিক ব্যর্থ করে দেন গোলরক্ষক। তিন মিনিট পরই অবশ্য সফল স্পট-কিকে দলকে আবার এগিয়ে নেন রাফিনিয়া। ৭৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ান বার্সা অধিনায়ক। ইয়ামালের পাস পেয়ে বল জালে জড়ান তিনি।

বদলি হিসেবে নামার দুই মিনিট পরই জালের দেখা পান ডি ইয়ং। বক্সে আরও একবার মায়োর্কার ডিফেন্ডারের ভুক। তারই সুযোগ নিয়ে ব্যবধান বাড়ান ডাচ মিডফিল্ডার। ৮৪তম মিনিটে দলের পরের গোলেও অবদান রাখেন তিনি। তার পাস থেকেই গোল করে বড় জয় নিশ্চিত করেন ভিক্তর। ১৬ ম্যাচে ১২ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৩৭। দুই ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার সমান ১৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে মায়োর্কা।

মন্তব্য করুন