বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

অ্যান্টিগায় সুযোগ পাচ্ছেন কে?

স্পোর্টস ডেস্ক
  ২১ নভেম্বর ২০২৪, ১০:৪৭

জাকের আলী ও মাহিদুল ইসলামের অভিষেক হয়েছে একই সিরিজে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে। দুজনই উইকেটকিপার-ব্যাটার। আগামীকাল ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সুযোগ পাবেন তাদের মধ্যে যে কোনো একজন।

বাংলাদেশ দলে অপর উইকেটকিপার হলেন লিটন দাস। ক্যারিবীয় সফরে প্রস্তুতি ম্যাচে রান পেয়েছেন জাকের ও মাহিদুল দুজনই।

বিসিবির পোস্ট করা ভিডিওতে মাহিদুলকে নিজের ইনিংস নিয়ে জাকের বলেন, ‘এখানকার কন্ডিশন আমাদের জন্য নতুন। আমি চেয়েছিলাম উইকেটের আচরণ সম্পর্কে জানতে। 

উইকেট বুঝতে পেরে সেই অনুযায়ী খেলা শুরু করি। উইকেট একটু স্লো ছিল। আমরা দুজনই ভালো জুটি গড়েছি। এখানে পরিকল্পনা করে পরিস্থিতি অনুয়ায়ী খেলতে হবে। এখানে বেশি সুইং থাকে, এর জন্য আগে থেকেই প্রস্তুতি ছিল, সেটা কাজে লাগানোর চেষ্টা করেছি অনুশীলন ম্যাচে।’

মাহিদুল বলেন, ‘ছোটবেলা থেকেই বাংলাদেশ দলে খেলার আশা ছিল। বাংলাদেশ দলের হয়ে খেলা অনেক বড় ব্যাপার। আমার আব্বু-আম্মুর প্রচণ্ড ইচ্ছা ছিল আমাকে টেস্ট দলে খেলতে দেখবেন।’

একাদশে দুজনের মধ্যে যিনিই সুযোগ পাবেন, তাকে কঠিন পরীক্ষা দিতে হবে। দ্রুতগতির অ্যান্টিগার উইকেটে বাংলাদেশ এরআগে যে দুই টেস্ট খেলেছে দুবারই নাকানিচুবানি খেয়েছে।

২০১৮ সালে ৪৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ এই ভেন্যুতে। সেই ম্যাচে ১৪৪ রানের বিব্রতকর ইনিংসও আছে। ২০২২ সালেও পারফরম্যান্সে পরিবর্তন আসেনি। দুই ইনিংসে বাংলাদেশের রান যথাক্রমে ১০৩ ও ২৪৫। এবার জাকের, মাহিদুলদের জন্য কী অপেক্ষা করছে তা সময়ই বলে দেবে।

মন্তব্য করুন