বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ দিয়ে শুক্রবার মাঠে গড়াচ্ছে ২০২৪-২৫ ঘরোয়া ফুটবল মৌসুম। এরপরই ২৯ নভেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ৩ ডিসেম্বর শুরু ফেডারেশন ফেডারেশন কাপ।
টুর্নামেন্ট শুরুর প্রায় দুই সপ্তাহ আগে বুধবার হবে ফেডারেশন কাপের ড্র। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১০ দল অংশ নেবে ফেডারেশন কাপে। এবারের ফেডারেশন কাপে আছে নতুনত্ব। হবে নতুন ফরম্যাটে। থাকছে না চিরাচরিত সেমিফাইনালও।
বাফুফে সূত্রে জানা গেছে, প্রিমিয়ার লিগের দশ দলকে দুই গ্রুপে ভাগ করে শুরু হবে ফেডারেশন কাপ। গত মৌসুমের ফলাফল অনুসারে হবে দুই গ্রুপ। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে রাখা হবে দুই গ্রুপে। এভাবেই বাকি ৮ দলকে দুই গ্রুপের রাখা হবে ক্রমানুসারে।
খেলা হবে সিঙ্গেল লিগ ভিত্তিতে। দুই গ্রুপের সেরা চার দল উঠে যাবে পরের পর্বে। সেমিফাইনালের পরিবর্তে হবে কোয়ালিফায়ার্স। দুই গ্রুপ সেরা দলের মধ্যে হবে প্রথম কোয়ালিফায়ার্স। এই ম্যাচের জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে।
দুই গ্রুপের দুই রানার্সআপ দল মুখোমুখি হবে একে অপরের। যারা হেরে যাবে তারা বাদ পড়ে হবে চতুর্থ। আর জয়ী দলকে ফাইনাল নিশ্চিত করতে খেলতে হবে প্রথম কোয়ালিফায়ার্সের বিজিত দলের বিপক্ষে জিতে। এই ম্যাচের বিজয়ী দল প্রথম কোয়ালিফায়ার্স জয়ীর সঙ্গে খেলবে ফাইনাল।
মন্তব্য করুন