বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যরাজধানীপাঠকের কথাআবহাওয়াফিচারশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

বিলিয়ন ছাড়ালো রোনালদোর অনুসারী

স্পোর্টস ডেস্ক
  ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২২:২৫
ছবি- সংগৃহীত

রেকর্ড কিছুতেই যেন পিছু ছাড়তে চায় না ক্রিস্তিয়ানো রোনালদোর। এইতো সেদিন ৯০০ গোলের অনন্য কীর্তি গড়লেন তিনি। এবার মাঠের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বরেকর্ড গড়লেন ফুটবলের এই মহাতরকা।

বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমের সব প্ল্যাটফর্ম মিলিয়ে এক বিলিয়ন বা ১০০ কোটি অনুসারীর মাইলফলক স্পর্শ করেছেন এই পর্তুগিজ সুপারস্টার।

বৃহস্পতিবার রাতে নিজেই এ সংবাদ জানিয়েছেন তিনি। এ বিষয়ে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন রোনালদো, যেটি ইংরেজি ‘১ বি’ আকৃতির মধ্যে তার ফুটবল ক্যারিয়ারের অসংখ্য স্মৃতির সমন্বয়ে গঠিত। ছবিটির শিরোনাম তিনি দিয়েছেন, ‘১ বিলিয়নের স্বপ্ন, একটি যাত্রা।’

আল নাসর অধিনায়কের ইনস্টাগ্রামে ৬৩৮ মিলিয়ন, ফেসবুকে ১৭০ মিলিয়ন ও এক্সে রয়েছে (সাবেক টুইটার) ১১৩ মিলিয়ন অনুসারী। এছাড়া সম্প্রতি খোলা তার ইউটিউব চ্যানেল ‘ইউআর রোনালদো’ দ্রুততম সময়ের মধ্যে ৬০ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার অর্জন করেছে।

মাইলফলক স্পর্শ করার পরে অনুসারীদের ধন্যবাদ জানিয়েছেন ৩৯ বছর বয়সী এই তারকা।

ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আমরা ইতিহাস গড়েছি- ১ বিলিয়ন অনুসারী! এটি একটি সংখ্যার চেয়েও বেশি- এটি খেলা ও এর বাইরেও আমাদের অভিন্ন আবেগ, উদ্যম ও ভালোবাসার প্রমাণ।’

বিশেষ এই মুহূর্তে নিজের শৈশবে ফিরে গেছেন ফুটবল ইতিহাসের সর্বকালের সেরাদের অন্যতম এই তারকা।

‘মাদেইরার সড়ক থেকে শুরু করে বিশ্বের বড় বড় মঞ্চ, সবখানে আমি আমার পরিবার ও আপনাদের জন্য খেলেছি। এখন আমরা ১০০ কোটি মানুষ একত্রিত হয়েছি।’

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রোনালদো আরও লিখেছেন, ‘আমার প্রতিটি পদক্ষেপে, সমস্ত উত্থান-পতনের মধ্য দিয়ে আপনারা আমার সঙ্গে ছিলেন। এটি আমাদের যাত্রা এবং আমরা দেখিয়েছি যে, একসঙ্গে আমরা যা অর্জন করতে পারি তার কোনো সীমা নেই। আমার ওপর বিশ্বাস রাখার জন্য, সমর্থন ও আমার জীবনের অংশ হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।’

চলতি মাসের শুরুতে ইতিহাসের প্রথম পুরুষ ফুটবলার হিসেবে অফিশিয়াল ম্যাচে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেন রোনালদো। অবশ্য এখানেই থামতে চান না তিনি। হাজার গোলের মাইলফলক স্পর্শ করার লক্ষ্যের কথা জানিয়েছেন এই ফরোয়ার্ড।

পাঁচবার ব্যালন দ’র জয়ী এই তারকা আরও বলেন, ‘সেরাটা আসতে এখনও বাকি, আমরা একসঙ্গে চেষ্টা চালিয়ে যাব, জিতব এবং ইতিহাস গড়ব।’

মন্তব্য করুন