বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যরাজধানীপাঠকের কথাআবহাওয়াফিচারশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

এমবাপ্পের বিরুদ্ধে আইনি পথে হাঁটতে প্রস্তুত পিএসজি

স্পোর্টস ডেস্ক
  ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:২১
ছবি- সংগৃহীত

প্যারিস সেন্ত জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে বেতন নিয়ে সমস্যা সমাধানে ফরাসি ফুটবল লিগের গভর্নিং বডির (এলএফপি) মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করায় এবার তার বিরদ্ধে আইনি লড়াই করতে প্রস্তুত বলে জানিয়েছে লিগ ওয়ানের ক্লাবটি।

বুধবার দুই ঘণ্টার শুনানির পর কমিশনের এ প্রস্তাবকে পিএসজি স্বাগত জানালেও ফরাসি অধিনায়ক সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

ফ্রান্সের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চুক্তির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানানোর পর গত বছর ক্লাবের সঙ্গে মতবিরোধে জড়িয়ে পড়া ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড পিএসজির কাছ থেকে প্রায় ৫৫ মিলিয়ন ইউরো (৬০.৭৩ মিলিয়ন ডলার) চাইছেন।

ফরাসি ফুটবল লিগের আইনি কমিশন এমবাপ্পেকে যে পরামর্শ দিয়েছে, তা হচ্ছে- হয় কর্মসংস্থান আদালতে যান অথবা ক্লাবের সঙ্গে বিষয়টি মীমাংসা করে ফেলুন। তবে কমিশনের মীমাংসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এমবাপ্পে।

এ বিষয়ে এক বিবৃতিতে তার প্রতিনিধিরা বলেছেন, ‘কমিশন এ বিষয়ে (পিএসজির সঙ্গে) মধ্যস্থতার প্রস্তাব দেয়। তবে এমবাপ্পের প্রতিনিধিদের পক্ষ থেকে সেই সম্ভাবনা নাকচ করে দেওয়া হয়েছে। কারণ মধ্যস্থতা করতে গেলেই পাওনা অর্থের পরিমাণ কমে যাবে।’

এরপর বিষয়টির সমাধানে এখন আইনি পদক্ষেপ ছাড়া আর বিকল্প নেই বলে জানিয়েছে কমিশন।

কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, যেহেতু বিষয়টির সমাধানে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার আইনগত অধিকার কমিশনের নেই, তাই এখন অন্য আইনি ফোরামে দুই পক্ষের লড়াই করা উচিৎ। আর এ বিষয়ে সমস্ত তথ্য উপস্থাপন করতে প্রস্তুত পিএসজি।

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে এমবাপ্পের প্রতিনিধিদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে পিএসজির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, প্যারিসে অসাধারণ সাতটি বছর কাটানোর সময় এমবাপ্পে বারবার প্রকাশ্যে ও ক্লাব কর্তাদের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, অবশ্যই তার সম্মান করা উচিত।

পিএসজির দাবি, ক্লাবের কাছে এমবাপ্পের কোনো অর্থ পাওনা নেই। ২০২৩-২৪ মৌসুমের শুরুতে তাকে যখন স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়, তখন পুনরায়ে স্কোয়াডে ফিরতে তিনি তার (পাওনা) বোনাস ত্যাগ করেন।

তবে এখন এমবাপ্পে ক্লাবের এই দাবি না মানায় এবং কমিশনের মীমাংসার প্রস্তাব প্রত্যাখ্যান করায় শেষ পর্যন্ত বিষয়টি আদালতেই গড়াতে চলেছে।

মন্তব্য করুন