বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভালো খেলেই জয় তুলে নিয়েছে ব্রাজিল। নেইমার বিহীন দলটি ছন্দ ও গতি দুইয়ের মিশেলে ১-০ গোলে সুইজারল্যান্ডকে পরাজিত করেছে। সোমবার রাতের ম্যাচটি ছিল জমজমাট।
একের পর এক আক্রমণ করেও ব্যর্থ হয় ব্রাজিল। তবে ম্যাচের ৮৩ মিনিটের মাথায় দুর্দান্ত শটে গোল করেন কাসেমিরো। মুহূর্তেই প্রাণ ফিরে পায় ব্রাজিল শিবির। পুরো গ্যালারিত তখন উল্লাসের জোয়ার।
তার এই গোলে এক ম্যাচ হাতে রেখেই পরের রাউন্ডে উঠে যায় ব্রাজিল।
কাসেমিরোকে প্রশংসায় ভাসিয়েছেন নেইমার। নেইমার চোট পেয়ে সোমবার খেলতে পারেননি। গ্রুপ পর্বের শেষ ম্যাচটাও খেলতে পারবেন না। তবে ব্রাজিলের জয়ের পর টুইট করে কাসেমিরোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। টুইট করে লিখেছেন, ‘দীর্ঘ দিন ধরেই কাসেমিরো বিশ্বের সেরা মিডফিল্ডার।’
কোচ তিতেও এমনই মনে করেন। ব্রাজিল দলের পরীক্ষিত এই মিডফিল্ডার নিয়ে তিতেকে জিজ্ঞেস করা হয়েছিল নেইমারের এই টুইটের সঙ্গে তিনি একমত কি না! কোচ বললেন, ‘আমি সাধারণত অন্যের মতামতকে গুরুত্ব দিই। সাধারণত এসব ব্যাপারে আমি মন্তব্য করা থেকে দূরে থাকি। কিন্তু আজ করব। হ্যাঁ, নেইমারের এই মূল্যায়নের সঙ্গে আমি একমত।’
মন্তব্য করুন