অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন সুনীল ছেত্রী। গত বছরের জুনে বিদায় বলে দিয়েছিলেন ভারতীয় ফুটবলের এই কিংবদন্তি। এবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় দলে ফিরছেন তিনি।
বৃহস্পতিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানিয়েছে, ‘সুনীল ছেত্রী ইজ ব্যাক। মার্চে ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে ভারতীয় দলে ফিরতে চলেছেন অধিনায়ক, নেতা এবং কিংবদন্তি।’
আগামী ২৫ মার্চ বাংলাদেশের বিপক্ষে ২০২৫ সালের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচ আছে ভারতের। তার আগে ১৯ মার্চ মালদ্বীপের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে তারা।
৪০ বছরের সুনীল শুধুমাত্র সেই দুটি ম্যাচের জন্য ভারতীয় দলে ফিরছেন কিনা, তা নির্দিষ্টভাবে জানানো হয়নি। পরবর্তীতেও খেলবেন কিনা, সেটাও স্পষ্ট করে জানায়নি ফেডারেশন।
এর আগে গত বছরের ৬ জুন কলকাতার যুবভারতী স্টেডিয়ামে কুয়েতের বিপক্ষে ম্যাচ খেলে বিদায় বলেছিলেন সুনীল। আট মাসের মাথায় আবারও জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত তার।
মন্তব্য করুন