বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

রেফারির সমালোচনা করে কঠিন শাস্তি পেলেন মরিনিয়ো

স্পোর্টস ডেস্ক
  ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৪
ছবি-সংগৃহীত

বারবার বিতর্কিত মন্তব্য করে ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া জোসে মরিনিয়োর জন্য নতুন কিছু নয়। তুরস্কে গিয়েও চলছে তার এমন কর্মকাণ্ড। তবে এবার দেশটির রেফারিদের সমালোচনা করে শাস্তি পেয়েছেন এই পর্তুগিজ কোচ।

তুর্কি সুপার লিগের রেফারিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তাকে চার ম্যাচের জন্য ডাগআউটে নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল ফেডারেশন (টিএফএফ)। পাশাপাশি ১৬ লাখ ১৭ হাজার তুর্কি লিরা জরিমানাও গুণতে হচ্ছে ৬২ বছর বয়সী ফেনারবাচে ম্যানেজারকে।

ঘটনার সূত্রপাত গত সোমবার (২৪ ফেব্রুয়ারি)। সেদিন চিরপ্রতিন্দ্বী গালাতেসারাইয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করে তার দল।

বিতর্ক এড়াতে বিদেশি রেফারি দিয়ে ম্যাচটি পরিচালনা করতে দুই ক্লাবের পক্ষ থেকে অনুরোধ করা হয়। তাদের সেই অনুরোধে সাড়া দিয়ে স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে ম্যাচটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রেফারির প্রশংসা করে মরিনিয়ো বলেন, ‘ম্যাচটি দারুণভাবে পরিচালনা করেছেন তিনি।’

‘ম্যাচ শেষে আমি রেফারিদের ড্রেসিং রুমে গিয়েছিলাম। চতুর্থ রেফারিও সেখানে ছিলেন, যিনি তুরস্কের রেফারি। প্রধান রেফারিকে (ভিনচিচ) আমি বলেছি, এখানে আসার জন্য ধন্যবাদ। কারণ বড় একটি ম্যাচে আপনি এসেছেন এবং দায়িত্ব পালন করেছেন।’

‘এরপর চতুর্থ রেফারির দিকে ঘুরে বলেছি, এই ম্যাচে আপনি রেফারি থাকলে বিপর্যয় হয়ে যেত। তাকে যখন এটি বলেছি, আমি আসলে (তুরস্কের) সবাইকেই বুঝিয়েছি, এটিই তাদের সহজাত প্রবণতা।’

ম্যাচের শুরুর দিকে ফেনারবাচের ১৯ বছর বয়সী ডিফেন্ডার ইউসুফ আকচিচেকের একটি চ্যালেঞ্জ নিয়ে বেশ উত্তেজনা ছড়ায়। গালাতাসারাইয়ের ডাগআউটের ফুটবলারদের তখন বেশ উত্তেজিত দেখা যায়। সেই ঘটনায় আকচিচেককে হলুদ কার্ড না দেখানোয় রেফারি ভিনচিচের প্রশংসা করেন মরিনিয়ো।

‘তুর্কি রেফারি হলে অমন বড় ডাইভ দেওয়ার পর নিশ্চিত সেখানে হলুদ কার্ড দিতেন। ওদের (গালাতেসারাই) বেঞ্চের ফুটবলাররা বাচ্চা ছেলেটির (আকচিচেক) ওপর যেভাবে বানরের মতো লাফালাফি করছিল… এসব দেখেই রেফারি কার্ড দিতেন এবং পাঁচ মিনিট পর আমাকে তার বদলি কাউকে নামানো লাগত।’

মরিনিয়োর এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানায় গালাতেসারাই।

‘তুরস্কে কোচের দায়িত্ব পালনের এই সময়কালে ফেনারবাচে কোচ জোসে মরিনিয়ো তুরস্কের মানুষদের নিয়ে ক্রমাগত অপমানজনক কথা বলে যাচ্ছেন। আজকে তার মন্তব্য অনৈতিক মন্তব্যের সীমানা ছাড়িয়ে নিশ্চিতভাবেই নিষ্ঠুর অলঙ্করণে পৌঁছে গেছে।’

‘আমরা এখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি যে, জোসে মরিনিয়োর বর্ণবাদী বিবৃতি নিয়ে ফৌজদারি কার্যক্রম শুরু করব। একই সঙ্গে উয়েফা ও ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযাগ জানাব। পাশাপাশি কোচের প্রদর্শিত নিন্দনীয় এই আচরণ নিয়ে ফেনারবাচের অবস্থান আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব।’

এ ঘটনার পর মরিনিয়ো ‘বর্ণবাদী’ বলে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। ইউরোপীয় ফুটবল অঙ্গনের বিভিন্নজন তার পক্ষে-বিপক্ষে অবস্থান নেন। অবশেষে টিএফএফ থেকে তার বিরুদ্ধে এলো এই শাস্তির ঘোষণা।

তবে মরিনিয়োর পক্ষ নিয়ে তার ক্লাব ফেনারবাচে এক বিবৃতিতে জানিয়েছে, অন্য প্রসঙ্গে করা বক্তব্য এখানে টানা হয়েছে। তাছাড়া বিষয়টিকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে।

এমনকি মরিনিয়োর ওপর দেওয়া শাস্তির বিরুদ্ধে আপিলও করেছিল ক্লাবটি। তবে তা খারিজ করে দিয়ে নিষেধাজ্ঞা ও জরিমানা বহাল রেখেছে ফেডারেশন।

তুরস্কের রেফারিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার ঘটনা এই প্রথম নয় ‘স্পেশাল ওয়ানের’। এই ধরনের মন্তব্যের দায়ে আগেও এক দফায় জরিমানার পাশাপাশি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল রিয়াল মাদ্রিদ, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যামের সাবেক এই কোচকে।

মন্তব্য করুন