শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

হারানো সিংহাসন উদ্ধার করলো বার্সা

স্পোর্টস ডেস্ক
  ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪১

লা লিগায় চলতি মৌসুমের শুরুটা দারুণ করেছিল বার্সেলোনা। অনেকদিন ধরেই নিজেদের দখলে রেখেছিল শীর্ষস্থান। মাঝের দিকে কিছুটা ছন্দপতন হওয়ায় সুযোগ লুফে নেয় রিয়াল মাদ্রিদ। 

বার্সাকে পেছনে ফেলে উঠে শীর্ষে। এবার সেই রিয়ালের কাছে হারানো সিংহাসন উদ্ধার করেছে বার্সা।

সোমবার রায়ো ভায়েকানোকে ১-০ গোলে হারিয়েছে বার্সা। কষ্টার্জিত জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে কাতালানরা। ২৪ ম্যাচে হানসি ফ্লিকের দলের পয়েন্ট ৫১। রিয়ালের পয়েন্টও সমান ৫১। 

তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় সিংহাসন ছেড়ে দিতে হয়েছে বার্সার হাতে। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ভায়েকানো ৩৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে।

রিয়ালও অ্যাতলেটিকোর ভুলকে কাজে লাগিয়েই শীর্ষস্থান পুনরায় দখল করেছে বার্সা। গেল সপ্তাহে দুই দলই পয়েন্ট খুইয়েছিল।

বার্সার ঘরের মাঠে ম্যাচের ভাগ্যনির্ধারণী গোলটি করেন রবার্ট লেওয়ানডস্কি। ২৮ মিনিটে পেনাল্টি কিকে গোল করেন পোল্যান্ড তারকা। ভায়োকানোর পাথে সিস বক্সের ভেতরে বার্সার ইনিগো মার্তিনেজকে ফাউল করেন।

বার্সেলোনা বেশি সময় বল দখলে রাখলেও ভায়েকানো ছিল বেশি আক্রমণাত্মক ছিল। ইনজুরি সময়ে জর্জ দে ফ্রুটোস সহজ একটি হেড মিস করেন, যা রায়োকে সমতায় ফিরিয়ে আনতে পারতো। শেষ পর্যন্ত স্বাগতিকদের জাল খুঁজে বের করতে পারেনি ভায়োকানো।

মন্তব্য করুন