রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

শামীমের মারকুটে ব্যাটিং নিয়ে যা বললেন বিসিবির নির্বাচক

প্রবাহ বাংলা নিউজ
  ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৫

এক ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। গতকাল (বুধবার) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টাইগাররা মাত্র ১২৯ রানের পুঁজি নিয়েও দারুণ বোলিংয়ে টাইগাররা ২৭ রানে জিতেছে। সিরিজ নিশ্চিত করা দুটি জয়ের ম্যাচে ব্যাট হাতে কার্যকরী ছিলেন শামীম পাটোয়ারী। তার মারকুটে ব্যাটিংয়ের প্রশংসা করেছেন বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক।

গতকাল সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্জাক বলেন, ‘শামীমকে আমরা শুরু থেকেই দলে নিয়েছিলাম, কারণ এমন ব্যাটারই আমরা চাইছিলাম। তবে তার ওপর অনেক প্রত্যাশা ছিল, যা তাকে চাপে ফেলে দেয়। সেই সময় তার পারফরম্যান্স ভালো হয়নি। কিন্তু এখন সে ওই জায়গায় উন্নতি করেছে। এমন শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে তার পারফরম্যান্স প্রমাণ করে দিচ্ছে, সে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত।’

বাংলাদেশের বর্তমান বোলিং আক্রমণ সময়ের সেরা লাইনআপ বলেও মন্তব্য করেছেন এই নির্বাচক, ‘আমার ক্রিকেট জীবনের সময়কাল থেকে বলব, আমাদের দল এখন সবচেয়ে সেরা বোলিং লাইনআপ নিয়ে খেলছে। আগে আমরা স্পিননির্ভর ছিলাম। কিন্তু এখন সব ধরনের আক্রমণ আমাদের আছে। এমনকি বেঞ্চেও এখন দুর্দান্ত মানের বোলাররা বসে থাকে। পেস বোলিং শক্তিশালী হওয়ায় দলের ভেতরের বন্ধন আরও দৃঢ় হয়েছে।’

এর আগে ওয়ানডে সিরিজে কোনো প্রতিদ্বন্দ্বিতা দেখাতে পারেনি বাংলাদেশ। ফলে তারা তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। সেই ব্যর্থতা নিয়ে সাবেক তারকা স্পিনার রাজ্জাক বলেন, ‘ম্যাচের বিভিন্ন সময়ে আমরা মোমেন্টাম পেয়েছিলাম, কিন্তু তা ধরে রাখতে পারিনি। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে আমরা সেটা ক্লিক করতে পেরেছি। যদি কোনো একটি বিভাগ খারাপ করে, অন্য একটি বিভাগ সেটি কাভার করার চেষ্টা করে। এটাই দলের শক্তিশালী কম্বিনেশন। আজকের (গতকাল) ম্যাচে বোলাররা সেটাই করেছে।’

প্রসঙ্গত, সিরিজের প্রথম ম্যাচে টেল-এন্ডারে নেমে মাত্র ১৩ বলে ১টি চার ও ৩ ছক্কায় ২৭ রানের ইনিংস খেলেন শামীম। সেই ম্যাচে ১৪৭ রান করা বাংলাদেশ জয় পায় ৭ রানে। এরপর দ্বিতীয় টি-টোয়েন্টিতে আরও কার্যকরী ছিল বাঁ-হাতি এই ব্যাটারের ভূমিকা। ব্যাটিং ব্যর্থতার মাঝে নেমেই শামীম মাত্র ১৭ বলে ২টি করে চার-ছক্কায় ৩৫ রানের ইনিংস খেলেন। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আগামীকাল (শুক্রবার) মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

মন্তব্য করুন