মাত্র ১৩ বছর বয়স। আর তার মধ্যেই কোটিপতি হয়ে গেলেন বিহারের ক্রিকেটার বৈভব সূর্যবংশী। নিলামের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্লেয়ারকে রাজস্থান রয়্যালস কিনে নিল ১ কোটি ১০ লক্ষ টাকায়।
যদিও তাকে নিয়ে দর হাঁকে দিল্লি ক্যাপিটালসও। কিন্তু ৩০ লক্ষ থেকে দামটা যে কোটি টাকায় উঠে যাবে, তা বোধহয় কেউই ভাবতে পারেনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব ১৯ টেস্ট সিরিজে সেঞ্চুরি আছে বৈভবের।
কিন্তু প্রশ্ন হচ্ছে, আদৌ খেলতে পারবে তো সে? নাকি বয়সের জন্য বিধিনিষেধে আটকে যাবে বৈভব? ২০২০ সালে নতুন নিয়ম এনেছিল আইসিসি। যেখানে বলা হয়েছে আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য অন্তত ১৫ বছর বয়স হতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘ক্রিকেটারদের নিরাপত্তা বাড়ানোর জন্য বয়সের বিধিনিষেধ আনা হচ্ছে।
আইসিসির সমস্ত প্রতিযোগিতা, দ্বিপাক্ষিক সিরিজ, অনুর্ধ্ব ১৯ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অন্তত ১৫ বছর বয়স হলে তবেই ছাড়পত্র পাবে’।
যদিও এই নিয়মের ব্যতিক্রম হতে পারে। সেক্ষেত্রে ওই বোর্ডকে আইসিসির কাছে আবেদন করতে হবে ১৫ বছরের কম ক্রিকেটারকে খেলানোর জন্য। তখন দেখা হবে ওই ক্রিকেটারের আগের খেলার অভিজ্ঞতা, মানসিক বিকাশ এবং শারীরিক সমক্ষতার।
তবে আইপিএলের ক্ষেত্রে এরকম কোনও বিধিনিষেধ নেই। সেটা পুরোপুরি নির্ভর করছে ওই ফ্রাঞ্চাইজির উপর। অতএব, বৈভব সুযোগ পান কিনা, সেটার জন্য নজর রাখতে হবে রাহুল দ্রাবিড় ও কুমার সাঙ্গাকারা কী সিদ্ধান্ত নেন তার দিকে।
সেই সঙ্গে বৈভবকে নিয়ে উঠছে আরও একটা প্রশ্ন। সত্যিই তার বয়স ১৩ বছর তো? নাকি বয়স ভাঁড়ানো আছে? এই বিষয়ে সোজাসাপটা উত্তর দিয়েছেন বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী।
তিনি জানিয়েছেন, “যখন ওর বয়স সাড়ে আট বছর, তখন বিসিসিআই প্রথমবার ওর বোন টেস্ট করে। ও ইতিমধ্যেই ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ প্রতিযোগিতায় খেলেছে। তাই আমরা ভয় পাই না, যদি ওকে আরও একবার পরীক্ষা দিতে হয়।”
মন্তব্য করুন