শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

স্বস্তিতে নেই অস্ট্রেলিয়াও

স্পোর্টস ডেস্ক
  ২২ নভেম্বর ২০২৪, ১৫:৪৫
ছবি-সংগৃহীত

অসি পেসারদের সামনে বেশ বেগ পেতে হয়েছে ভারতকে। কোনোমতে টেনেটুনে তারা ১৫০ রান পর্যন্ত গেছে প্রথম ইনিংসে। জবাব দিতে নেমে অবশ্য স্বস্তিতে নেই অস্ট্রেলিয়াও।

জাসপ্রিত বুমরাহর তোপে রীতিমত কাঁপছে স্বাগতিক দল। ১৯ রান তুলতে তারা হারিয়ে বসেছে ৩ উইকেট। দলীয় ১৪ রানের মাথায় সাজঘরে ফেরেন অভিষিক্ত নাথান ম্যাকসুনে (১০)। এরপর এক ওভারে টানা দুই বলে উসমান খাজা (৮) আর স্টিভেন স্মিথকে (০) তুলে নেন বুমরাহ।

এর আগে ৭৩ রানে ৬ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল ভারত। তবে রিশাভ পান্ত আর অভিষিক্ত নিতিশ কুমার রেড্ডির প্রতিরোধে বড় লজ্জা এড়িয়েছে সফরকারী দল।

৪৯.৪ ওভার খেলে অবশেষে ১৫০ রানে অলআউট হয়েছে ভারত। অস্ট্রেলিয়ার চার পেসার মিলেই ভারতকে কোণঠাসা করে দিয়েছেন। জশ হ্যাজেলউড ৪টি আর মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও মিচেল মার্শ নিয়েছেন ২টি করে উইকেট।

অসি পেসারদের তোপে দুই সেশনও টিকতে ভারত। শেষ ব্যাটার হিসেবে প্যাট কামিন্সের বলে উসমান খাজার হাতে ক্যাচ দেন নিতিশ কুমার রেড্ডি। অভিষিক্ত রেড্ডির করা ৪১ রানই ভারতের ইনিংসের সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান আসে রিশাভ পান্তের ব্যাট থেকে।

সপ্তম উইকেটে নিতিশ আর রেড্ডি ৪৮ রানের জুটি না গড়লে আরও বড় বিপদে পড়তে পারতো ভারত। টপঅর্ডার ব্যাটাররা যে একদমই সুবিধা করতে পারেননি।

যশস্বী জয়সওয়াল ও দেবদূত পাডিক্কাল ফেরেন শূন্য হাতে। বিরাট কোহলিও (৫) আরও একবার ব্যর্থ। ওপেনিংয়ে নামা লোকেশ রাহুল চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি (২৬)।

৪ উইকেটে ৫১ রান নিয়ে দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমে ভারত ২৪.৪ ওভারে বাকি ৬ উইকেটে যোগ করে আর ৯৯ রান।

মন্তব্য করুন