বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের শীতকালীন টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট 

আফছার হোসাইন, মিশর থেকে
  ১১ নভেম্বর ২০২৪, ১৪:২০
ছবি-সংগৃহীত

বিশ্বের প্রাচীন সভ্যতার দেশ মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত হলো শীতকালীন প্রীতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট। ফারাও ফুটবল কিংবদন্তি মোহাম্মদ সালাহ’র দেশটির সাধারণ মানুষের কাছে অপরিচিত খেলা ক্রিকেট এর আজকের ম্যাচটি ছিল মিশরে এ যাবতকালের  সবচেয়ে বড় একটি ক্রিকেট আয়োজন।

শনিবার (৯ নভেম্বর) আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবাসিক ছাত্রাবাস স্টেডিয়ামে অনুষ্ঠিত টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটিতে উপস্থিত ছিলেন মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত মিস সামিনা নাজ ও বিখ্যাত আল- আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. নাহলা সাবরি আল-সাঈদিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্থানীয় সময় সকাল ১১টায় ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল শক্তিশালী দুটি দল “রয়েল চ্যালেঞ্জার্স দাররসা' বনাম “রয়েল অ্যালায়েন্স”।

মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অন্যতম বৃহৎ সেবামূলক ছাত্রসংগঠন “আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ'  কর্তৃক আয়োজিত আজকের ফাইনাল  ম্যাচটির শুরুতে টসে জিতে ব্যাট করে ১০ ওভারে ৭৫ রান সংগ্রহ করে রয়েল চ্যালেঞ্জার্স দাররাসা। দাররাসার হয়ে ২৭ বলে ৩৩ রান নিয়ে সর্বোচ্চ রান করেন প্রিন্স মাহমুদ (২১)। 

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে পাওয়ার প্লে-তে রয়েল অ্যালায়েন্স এর ব্যাটসম্যানরা আক্রমণাত্মক ব্যাটিং করে। রয়েল অ্যালায়েন্স এর ক্যাপ্টেন এবং ওপেনার তামিম উদ্দিন (২৩) ৪২ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হওয়ার পর ধীরে ধীরে ম্যাচ রয়েল চ্যালেঞ্জার্স দাররাসার দিকে ঝুঁকে যায়।

টানটান উত্তেজনা ম্যাচটিতে দুই ওভারে রয়েল এলাইন্সের প্রয়োজন ছিল ২৫ রান এবং শেষ বলে ২ রান। গ্রুপের  ব্যাটসম্যান জিহাদুল ইসলাম (২৩) এর ঝলকে শেষ বলে ৪ মেরে চ্যাম্পিয়ন হয় রয়েল অ্যালায়েন্স এবং রানার্স আপ হয় রয়েল চ্যালেঞ্জার্স দাররাসা।

টুর্নামেন্টটিতে ১৫১ রান এবং সর্বোচ্চ ১৫ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হয়: রয়েল অ্যালায়েন্সের অলরাউন্ডার এবং ক্যাপ্টেন তামিম উদ্দিন (২৩)। 

ফাইনাল ম্যাচটির দর্শকের গ্যালারিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত মিস সামিনা নাজ ও বিশেষ অতিথি ছিলেন আল-আজহার এর গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. নাহলা সাবরি আল-সাঈদি, আল-আজহার বিশ্ববিদ্যালয় আবাসিক ছাত্রাবাসের (মাদিনাতুল বুঊসিল ইসলামিয়া) ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক ব্যবস্থাপক  আলাউদ্দিন মুহাম্মদ ইমামসহ আল-আযহারের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মিশর ‘ইত্তেহাদ’ ও এর অঙ্গ-সংগঠনের ছাত্রনেতাসহ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন দেশের শিক্ষার্থী ও বিপুল পরিমাণ মিশরীয় দর্শক।

খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের ক্যাপ্টেনের হাতে ট্রফি তুলে দেন রাষ্ট্রদূত সামিনা নাজ এবং আল-আজহার এর গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. নাহলা সাবরি আল-সাঈদিসহ উপস্থিত আল-আজহারের অন্যান্য কর্মকর্তাগণ।

মন্তব্য করুন