বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

মুস্তাফিজের চাপে আফগানরা

স্পোর্টস ডেস্ক
  ০৬ নভেম্বর ২০২৪, ১৭:৩৭
ছবি-সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দীর্ঘ ৮ মাস পর ওয়ানডে খেলতে নেমে পাওয়ার প্লে-তে দারুণ শুরু করেছে টাইগাররা। যেখানে দারুণ বল করেছেন মুস্তাফিজুর রহমান।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে চার উইকেটে ৩৬ রান সংগ্রহ করেছে আফগানিস্তান।

আজ টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রহমানউল্লাহ গুরবাজ ও সিদিকুল্লাহ আতাল। ইমার্জিং এশিয়া কাপে দারুণ পারফর্ম করা আতালের এ ম্যাচে অভিষেক হয়।

তাসকিনের বলে পরাস্ত হয়ে উইকেটের পেছনে মুশফিকের তালুবন্দী হয়ে ৫ রান করে আউট হন গুরবাজ। রহমত শাহ ও আজমতউল্লাহ ওমরজাইয়ের কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। এই দুজন সহ অভিষিক্ত আতালকেও ফেরান মুস্তাফিজুর রহমান।

আক্রমণে এসে নিজের দ্বিতীয় দেলিভারিতেই রহমতকে ফেরান মুস্তাফিজ। পরের ওভারে ২১ রান করা আতালকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন এ পেসার। একই ওভারে রানের খাতা খোলার আগে ওমরজাইকে আউট করেন দ্য ফিজ।

মাত্র ৩৫ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে আফগানিস্তান। ক্রিজে এখন শাহিদি ও গুলবাদিন নাঈব ব্যাট করছেন।

মন্তব্য করুন