ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে সবচেয়ে পরিচিত নাম, কয়েকটি বিপিএল এবং ঢাকা প্রিমিয়ার লিগজয়ী সালাউদ্দিনকে সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী বছর ১৫ মার্চ পর্যন্ত - মাত্র চার মাসের জন্য নিয়োগ দেয়া হলো সালাউদ্দিনকে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিসিবি।
জাতীয় দলে ফিল সিমন্সের সহকারী কোচ হিসেবে নিয়োগ পাচ্ছেন সালাউদ্দিন- এটা প্রায় জানা কথা। কারণ, এরই মধ্যে জাতীয় দলে তার নিয়োগ নিয়ে সংবাদ মাধ্যমে খবর প্রচার হয়েছে। এমনকি সংবাদ হয়েছে, মাসিক ১২ লাখ টাকা বেতন পেতে যাচ্ছেন তিনি।
বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বেতনের কথা উল্লেখ করা হয়নি। তবে সময়ের কথা উল্লেখ আছে। কোচ সালাউদ্দিন ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করবেন সিনিয়র সহকারী কোচ হিসেবে। অর্থ্যাৎ, তিনি নিয়োগ পাচ্ছেন মাত্র চার মাসের জন্য।
এর আগেও জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত সহকারী ও ফিল্ডিং কোচ ছিলেন সালাউদ্দিন। ২০১০ থেকে ২০১১ পর্যন্ত বিসিবি অ্যাকাডেমিতে স্পেশালিস্ট কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ২০১৪ সালে নিয়োগ পান সিঙ্গাপুর জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে।
কোচ সালাউদ্দিন এসিসি-ক্রিকেট অস্ট্রেলিয়ার লেভেল-৩ অ্যাক্রিডিটেশন সার্টিফিকেটধারী। সাফল্যও কম নয় তার। বেশ কয়েকটি বিপিএল শিরোপার পাশাপাশি জিতেছেন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপাও।
সালাউদ্দিনের নিয়োগ নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ মনে করেন, সালাউদ্দিনের নিয়োগের মধ্য দিয়ে দেশের ক্রিকেটে ঘরোয়া কোচদের সর্বোচ্চ পর্যায়ে ভূমিকা রাখার সুযোগ তৈরি হলো।
তিনি বলেন, ‘আমি বিসিবি সভপতি হিসেবে দায়িত্ব নেয়ার পরই প্রতিশ্রুতি দিয়েছিলাম, যোগ্য দাবিদারদের জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ তৈরি করে দেবো। সালাউদ্দিন তার নিজের মেধা-যোগ্যতা, অভিজ্ঞতা এবং জ্ঞানের কারণে এই পদের দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলো। আমি বিশ্বাস করি, এটাই সেরা সময় যে বাংলাদেশের আরও কোচদের এই সিস্টেমের মধ্যে নিয়ে আসার।’
মন্তব্য করুন