শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

কোহলিকে ‘বিশ্বসেরা’ আখ্যা দিলেন শান্ত

স্পোর্টস ডেস্ক
  ০৫ নভেম্বর ২০২৪, ১৫:৫০
ছবি-সংগৃহীত

তিন ফরম্যাট বিবেচনায় গত দেড় যুগে ব্যাটারদের মাঝে বিরাট কোহলিই যে বিশ্বসেরা, সে বিষয়ে খুব বেশি সন্দেহের অবকাশ নেই। বর্তমান ক্রিকেটের অন্যতম সেরা তারকা কোহলির জন্মদিন আজ। ৩৬ বছর পূর্ণ করে ৩৭-এ পা রাখলেন সাবেক ভারতীয় অধিনায়ক।

১৯৮৮ সালের ৫ নভেম্বর দিল্লিতে এক পাঞ্জাবি পরিবারে জন্ম নেন কোহলি। ওয়ানডেতে ৫৮ এর বেশি গড়, টেস্ট ও টি-২০তেও পঞ্চাশ ছুঁই ছুঁই গড় তার। ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যায় তো ‘ক্রিকেটঈশ্বর’ খ্যাত শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেছেন আগেই।

সর্বকালের সেরাদের ছোট তালিকাতে কোহলিকে রাখলে খুব বেশি আপত্তি থাকার কথা নয়। আন্তর্জাতিক ক্রিকেটে ৮০টি শতকের মালিকের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কোহলিকে  ‘বিশ্বসেরা’ আখ্যা দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান শান্ত। টাইগারদের অধিনায়ক লিখেছেন, ‘শুভ জন্মদিন বিশ্বসেরা, দারুণ একটা দিন কাটুক।’

৩৬ পূর্ণ করা কোহলির সময়টা অবশ্য ভালো কাটছে না। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যর্থ হয়েছেন। কিন্তু দল সিরিজ জেতায় সেভাবে কোহলি সমালোচনার মুখে পড়েননি সে সময়। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে তুমুল সমালোচিত হচ্ছেন তিনি।

এই সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে রানের খাতা খুলতে না পারলেও দ্বিতীয় ইনিংসে ৭০ রানের ইনিংস খেলেছিলেন কোহলি। কিন্তু পুনে ও মুম্বাইয়ে পরের দুই টেস্টের চার ইনিংস মিলিয়ে করেছেন মাত্র ২৩ রান।

ভারতীয় দল নভেম্বরেই অস্ট্রেলিয়া সফর করবে। বোর্ডার গাভাস্কার ট্রফিতে অজিদের বিপক্ষে পাঁচটি টেস্ট খেলবে রোহিত শর্মার দল। এই সিরিজই কোহলি-রোহিতদের জন্য শেষ সুযোগ মনে করা হচ্ছে। অর্থাৎ ব্যর্থ হলে টেস্ট দল থেকে জায়গা হারাতে পারেন তারা। 

মন্তব্য করুন