মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১

হোয়াইটওয়াশের শঙ্কায় ভারত

স্পোর্টস ডেস্ক
  ০৩ নভেম্বর ২০২৪, ১২:৫৯
ছবি-সংগৃহীত

মুম্বাই টেস্টে ভারতকে মাত্র ১৪৭ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ডকে। ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও নাজেহাল অবস্থা ভারতের। ১৬ রানের মধ্যে স্বাগতিকরা হারিয়ে ফেলেছে ৫ উইকেট। এতে হোয়াইটওয়াশের শঙ্কায় পড়েছে ভারতীয়রা।

আজ রোববার ম্যাচের চতুর্থ ইনিংসের তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় ভারত। দলীয় ১৩ রানে আউট হন ওপেনার রোহিত শর্মা (১১ বলে ১১)। এরপর ২৯ রানে ভারতের নেই ৫ উইকেট। অর্থাৎ ১৬ রান যোগ করতেই ৫ টপঅর্ডারকে হারায় ভারত।

রোহিতের পেছনে আসা-যাওয়ার মিছিলে যোগ দেন শুভমান গিল (৪ বলে ১), বিরাট কোহলি (৭ বলে ১) যসস্বি জয়সওয়াল (১৬ বলে ৫) ও সরফরাজ খান (২ বলে ১)।

এই প্রতিবেদন লেখার সময় ভারতের সংগ্রহ ১৩ ওভারের খেলা শেষে ৫ উইকেটে ৫৮ রান। রিশাভ পান্ত ২৫ আর রবীন্দ্র জাদেজা খেলছেন ৬ রানে। জিততে হলে ভারতকে করতে হবে আরও ৮৯ রান।

ভারতকে মূলত ধসিয়ে দেন নিউজিল্যান্ড স্পিনার অ্যাজাজ প্যাটেল। একাই তিন উইকেট নেন তিনি। এছাড়া একটি করে উইকেট শিকার করেন ম্যাট হেনরি ও গ্লেন ফিলিপস।

এর আগে প্রথম ইনিংসে ২৩৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ২৮ রানের লিড নিয়ে ভারত থামে ২৬৩ রানে। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড গুটিয়ে যায় ১৭৪ রানে। এতে জয়ের জন্য ১৪৭ রানের লক্ষ্য পায় ভারত।

এর আগে ব্যাটিং ব্যর্থতায় তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্টে হেরে যায় ভারত। এই ম্যাচে হারলে কিউইদের কাছে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের লজ্জায় পড়বে রোহিতরা।

মন্তব্য করুন