মিরপুর টেস্টের ফল হয়তো প্রথম ইনিংসেই নির্ধারণ হয়ে গেছে। টসে জিতে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে যায় ১০৬ রানে। এর সুযোগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা লিড নেয় ২০২ রানের। মিরপুরের এই মাঠে ২০২ রানে পিছিয়ে থেকে টেস্টে লড়াই করাটাও কঠিন। বাংলাদেশ অবশ্য লড়াই করতে পেরেছে।
২০২ রানের লিড টপকে দক্ষিণ আফ্রিকাকে ১০৬ রানের লক্ষ্য দিয়েছিল তারা। তবে এরপরও বাংলাদেশের হার ৭ উইকেটে। এশিয়ায় ১০ বছরে এটি দক্ষিণ আফ্রিকার এটি প্রথম টেস্ট জয়। লড়াইয়ের কৃতিত্বটা মূলত মেহেদী হাসান মিরাজ ও জাকের আলীর ১৩৮ রানের রেকর্ড জুটির। ৬ উইকেটে ১১২ রান করা বাংলাদেশ এই জুটির কল্যাণেই দ্বিতীয় ইনিংসে তুলেছে ৩০৭ রান। মিরাজ করেছেন ৯৭ রান। রাবাদ উইকেট নিয়েছেন ৬টি।
মন্তব্য করুন