মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১

সুসংবাদ পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
  ১৬ অক্টোবর ২০২৪, ১৭:২০
ছবি-সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ দিয়ে অবসর নিতে চেয়েছিলেন সাকিব আল হাসান। নানা চড়াই-উতরাই পেরিয়ে সে স্বপ্নপূরণের দোরগোড়ায় তিনি। তবে এর আগেই আরেকটি সুখবর পেলেন এই অলরাউন্ডার।

লংকা টি-টেন লিগের পরের আসর মাঠে গড়াবে ডিসেম্বরে। সে টুর্নামেন্টের জন্য প্লাটিনাম ক্যাটাগরি থেকে তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে গল মারভেলস। বুধবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দলটি।

আগামী ১২ ডিসেম্বর টুর্নামেন্টটির পর্দা উঠার পর ফাইনাল অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর।  লংকা টি-টেন লিগে এবার অংশ নেবে ছয় দল। প্রতিটি স্কোয়াডে আন্তর্জাতিক ক্রিকেটার থাকবেন সাতজন করে, শ্রীলঙ্কার স্থানীয় ক্রিকেটার থাকবেন দশজন। এই টুর্নামেন্ট শেষ করেই বিপিএলে অংশ নিতে ফের দেশে আসবেন সাকিব।

এদিকে দক্ষিণ আফ্রিকা সিরিজে অংশ নিতে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে কিংবা শুক্রবার (১৮ অক্টোবর) সকালে ঢাকায় পা রাখবেন সাকিব। এই সিরিজের জন্য এরই মধ্যে প্রোটিয়ারা বাংলাদেশে পৌঁছেছে। আগামী ২১ অক্টোবর মিরপুর টেস্ট দিয়ে শুরু হবে দুই ম্যাচ সিরিজ।

মন্তব্য করুন