পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জাতীয় দলের জন্য নতুন নির্বাচক প্যানেলের নাম ঘোষণা করেছে। তাতে চমক হয়ে এসেছে আন্তর্জাতিক আম্পায়ার আলিম দারের নাম।
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের চলতি মৌসুম শেষেই ক্রিকেট আম্পায়ারিংকে বিদায় বলার ঘোষণা দিয়েছিলেন আলিম দার। তার আগেই নতুন নির্বাচক প্যানেলে তাকে যুক্ত করল পিসিবি। আলিম দারের সঙ্গে প্যানেলে রাখা হয়েছে সাবেক পেসার আকিব জাবেদ এবং আজহার আলীকে। এছাড়া আগের প্যানেলের আসাদ শফিক ও হাসান চিমাও তাদের সঙ্গী হচ্ছেন।
প্রসঙ্গত, কিছুদিন আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে মোহাম্মদ ইউসুফ নির্বাচকের দায়িত্ব ছেড়েছিলেন।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর থেকে নির্বাচক প্যানেলে একের পর এক পরিবর্তন এসেছে। এর প্রভাব মাঠের ক্রিকেটেও পড়ছে। এই মুহূর্তে নিজেদের ইতিহাসের কঠিন সময় পার করছে পাকিস্তানের ক্রিকেট। ঘরের মাঠে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের পর এখন ইংল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হেরে গেছে শান মাসুদের দল।
ইংলিশদের বিপক্ষে রেকর্ডময় মুলতান টেস্টে ইতিহাস গড়ে হেরেছে পাকিস্তান। প্রথম ইনিংসে সাড়ে পাঁচশ রান করেও তারা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ইনিংসে ব্যবধানে হার দেখেছে। টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে প্রথম দল হিসেবে ৫০০-র বেশি রান করেও ইনিংস ব্যবধানে হারের রেকর্ড গড়ল তারা।
মন্তব্য করুন