বেস্ট স্টোকস চোট নিয়ে ছিটকে যাওয়ার পর ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের দায়িত্ব পান ওলি পোপ। দায়িত্ব নিয়ে প্রথম দুই টেস্টে তেমন কিছু করতে পারেননি। তবে ঘুরে দাঁড়াতে বেশি সময় লাগেনি তার।
শ্রীলংকার বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম দিনে অপরাজিত সেঞ্চুরি করেছেন পোপ। অধিনায়ক হিসেবে এটি পোপের প্রথম সেঞ্চুরি। তিন অঙ্কের ঘরে যেতে মোটে ১০২ বল লেগেছে তার।
ইংল্যান্ডের টেস্ট অধিনায়কদের মধ্যে যা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির কীর্তি। দ্রুততম সেঞ্চুরির কীর্তি এখনো গ্রাহাম গুচের দখলে। ১৯৯০ সালে লর্ডসে ভারতের বিপক্ষে ৯৫ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।
তবে অধিনায়ক হিসেবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিই নয়, এই সেঞ্চুরির মাধ্যমে অনন্য এক কীর্তি গড়েছেন পোপ। টেস্ট ক্যারিয়ারে এটি পোপের সপ্তম সেঞ্চুরি। আর সাতটি সেঞ্চুরি ভিন্ন সাত প্রতিপক্ষের বিপক্ষে করেছেন তিনি। টেস্ট ক্রিকেটে ১৪৭ বছরের ইতিহাসে পোপই প্রথম এমন কীর্তিতে নাম লেখালেন।
প্রসঙ্গত, কেনিংটন ওভালে বৃষ্টি ও আলোকস্বল্পতায় প্রথম দিনে খেলা হয়েছে ৪৪.১ ওভার। পোপের সঙ্গে ৮ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামবেন হ্যারি ব্রুক।
মন্তব্য করুন