শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যরাজধানীপাঠকের কথাআবহাওয়াফিচারশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে মাসুদ-বাবরকে ফেরালেন রানা

স্পোর্টস ডেস্ক
  ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৫
ফাইল ছবি

দল চাপে থাকলেও স্বভাবসুলভ হয়ে ওয়ানডে মেজাজেই খেলছিলেন শান মাসুদ। সতর্কতার পাশাপাশি বাউন্ডারিও নিচ্ছিলেন তিনি।

তবে পাকিস্তান অধিনায়কের বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলার তত্ত্ব বেশিক্ষণ কার্যকর হতে দেননি নাহিদ রানা। শর্ট লেন্থের বল দিয়ে মাসুদকে (৩৪ বলে ২৮) উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানিয়েছেন টাইগার পেসার।

ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে বাবর আজমের উইকেটও তুলে নেন রানা। প্রথম স্লিপে সাদমান ইসলামের হাতের ক্যাচ হন বাবর (১৮ বলে ১১)।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভারের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ৭৫ রান। সউদ শাকিল ১ রানে আর মোহাম্মদ রিজওয়ান অপরাজিত আছেন ৫ রানে।

সোমবার রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনের প্রথম উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। সাইম আইয়ুবকে ২০ রানে ফেরান টাইগার পেসার। তাসকিনের ফুল লেন্থের বল মিড অফে ড্রাইভ করছিলেন সাইম। বাঁপাশে সামান্য ঝাপিয়ে পড়ে বল তালুবন্দি করেন নাজমুল হোসেন শান্ত।

এর আগে গতকাল রোববার ১২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে পাকিস্তান। ব্যাট করতে নেমে ৯ রানে ২ উইকেট হারায় স্বাগতিকরা।

মাত্র ৩ রান করেন ওপেনার আব্দুল্লাহ শফিক। ০ রানে আউট হন খুররম শেহজাদ। দুটি উইকেটই পান হাসান মাহমুদ। এরপর দিনের খেলা শেষ হয়।

তার আগে ২৬ রানে ৬ উইকেট হারানোর পর লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৬২ রান করে বাংলাদেশ।

মন্তব্য করুন