শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যরাজধানীপাঠকের কথাআবহাওয়াফিচারশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

মিরাজ-লিটনের ফিফটি, ব্যবধান কমিয়ে আনছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৭
ফাইল ছবি

২৬ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। সেখান থেকে শতরানের দুর্দান্ত এক জুটি করলেন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। দুই জনই হাঁকান ফিফটি। এতে শুরুর আশঙ্কা কাটিয়ে ব্যবধান কমাচ্ছে বাংলাদেশ।

প্রথমে অর্ধশতকের মাইলফলক স্পর্শ করেন লিটন। এটি লিটনের টেস্ট ক্যারিয়ারের ১৮তম ফিফটি। পরের ওভারেই টেস্ট ক্যারিয়ারে অষ্টম হাফসেঞ্চুরি আদায় করে নেন মিরাজ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৩৭ রান। মিরাজ ৫১ আর লিটন ৫৫ রানে অপরাজিত আছেন। এখনো পাকিস্তান থেকে অর্ধেক (১৩৭ রানে) পিছিয়ে আছে বাংলাদেশ।

আজ রোববার রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের শুরুতে তালগোল পাকিয়ে ফেলে বাংলাদেশ। পাকিস্তানি পেসারদের বল যেন চোখেই দেখছিলেন না বাংলাদেশের ব্যাটাররা। বিনা উইকেটে ১০ রান নিয়ে খেলা শুরু বাংলাদেশ ২০ রান করতেই হারায় ৪ উইকেট।

শুরুতেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। প্রথমে উইকেট বিলিয়ে দেন ওপেনার জাকির হাসান। খুররম শেহজাদের বলে আরবার আহমেদের হাতে ক্যাচ হওয়ার আগে মাত্র ১ রান করেন তিনি।

এক ওভার পর সাজঘরের পথে হাঁটেন আরেক ওপেনার সাদমান ইসলামও। খুররমের বলে বোল্ড হওয়ার আগে ২৩ বলে ১০ রান করেন তিনি। এরপর উইকেট বিলিয়ে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। ওই ওভারেই শান্তকে (৬ বলে ৪) বোল্ড করেন খুররম।

পরের ওভারে সাজঘরের পথ ধরেন মুুমিনুল হক। মীর হামজার বলে মোহাম্মদ আলির হাতে ক্যাচ হন তিনি। ২ বলে ১ রান করেন মুমিনুল।

হুড়মুড় করে ভেঙে পড়া বাংলাদেশের ব্যাটিং লাইন-আপকে স্থির করতে পারলেন না মুশফিকুর রহিমও। মিস্টার ডিপেন্ডেবল হিসেবে খ্যাত মুশফিক আজ ফিরে যান দ্রুতই। মীর হামজার বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হওয়ার আগে ৯ বলে মাত্র ৩ রান করেন তিনি।

হাল ধরতে পারেননি সাকিব আল হাসানও। ১০ বলে ২ রান করে খুররমের বলে এলবিডব্লিউ হন তিনি। দুই অভিজ্ঞ ব্যাটারের বিদায়ে ২৬ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ।

এর আগে প্রথম ইনিংসে পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করে বাংলাদেশ।

মন্তব্য করুন