বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

২০২৭ বিশ্ব ওয়ার্ল্ড কাপ ক্রিকেট দক্ষিণ আফ্রিকান ৮ ভেন্যু চুড়ান্ত

প্রবাহ স্পোর্টস
  ১৪ এপ্রিল ২০২৪, ১৬:২৭
ছবি,সংগৃহীত

নিজ মাঠেই বিশ্বকাপ ম্যাচের জন্য এবার আটটি ভেন্যু চূড়ান্ত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা সিএসএ। 

এরই মধ্যে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবেন দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া।

প্রসঙ্গত,প্রিটোরিয়ার পার্ক, জোহানেসবার্গের ওয়ান্ডারার্স,কেপ টাউনের নিউল্যান্ডস, ডারবানের কিংসমিড, কেবের্হার সেন্ট জর্জেস পার্ক, পার্লের বোলান্ড পার্ক, ব্লমফন্টেইনের ম্যানগং ওভাল,ও ইস্ট লন্ডনের বাফেলো পার্ককে বেছে নিয়েছেন সিএসএ।

 

দক্ষিণ আফ্রিকান নিউজ-২৪ ওয়েবসাইটকে সিএসএর প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি জানান,বিমানবন্দর থেকে দূরত্ব এবং হোটেল রুমের সহজলভ্যতা সব কিছু বিবেচনা করেই দক্ষিণ আফ্রিকার আট ভেন্যু বাছাই করা হয়েছে।

 

দ্বিতীয়বারের মত বিশ্বকাপ টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে। এর আগে ২০০৩ সালে বিশ্বকাপ আয়োজন করেছিল তারা। তবে এবারই প্রথম বিশ্বকাপের ম্যাচ আয়োজন করবে নামিবিয়া।

 

অন্যদিকে টুর্নামেন্টের তিন আয়োজক দেশের মধ্যে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। বিশ্বকাপের টিকিট পেতে নামিবিয়াকে আফ্রিকান কোয়ালিফায়ারে খেলতে হবে।

মন্তব্য করুন