শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মাঠের বাইরেও মানবিক বার্তা পৌঁছে দিলো পাকিস্তান সুপার লিগ

স্পোর্টস ডেস্ক
  ১৩ এপ্রিল ২০২৫, ১৩:০১

পাকিস্তান সুপার লিগের দল মুলতান সুলতানস এবার মাঠের বাইরেও মানবিক বার্তা পৌঁছে দিল। চলমান আসরে প্রতিটি ছক্কা ও প্রতিটি উইকেটের জন্য ফিলিস্তিনে অনুদান দিচ্ছে দলটি।

দলের মালিক আলী খান তারিন এক ভিডিও বার্তায় জানান, ‘এই পিএসএল মৌসুমে আমরা ফিলিস্তিনের জন্য কাজ করা কিছু দাতব্য সংস্থাকে সহায়তা করব।’

তিনি বলেন, ‘আমাদের দলের কোনো ব্যাটার ছক্কা মারলেই আমরা ১ লাখ রুপি ফিলিস্তিনি দাতব্য সংস্থাকে দান করব। আমাদের বোলাররাও এই উদ্যোগে অংশ নিতে চেয়েছে। তাই ঠিক করেছি, প্রতি উইকেটেও থাকবে ১ লাখ রুপির অনুদান, বিশেষ করে শিশুদের জন্য যারা কাজ করছে এমন সংস্থাকে।’ 

জনপ্রিয়তায় তুঙ্গে থাকা পিএসএল এবার কেবল রোমাঞ্চই নয়, দেখাচ্ছে সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্তও। খেলা যেমনই হোক, এবার পিএসএল মাঠের বাইরেও ছুঁয়ে যাচ্ছে হৃদয়।

এদিকে মাঠেও চলছে জমজমাট লড়াই। শনিবার কোয়েটা গ্ল্যাডিয়েটর্স পেশোয়ার জালমিকে ৮০ রানে হারিয়ে শক্ত অবস্থান নিয়েছে। কোয়েটার পক্ষে সাউদ শাকিল করেন ৫৯ রান, আর বল হাতে আব্রার আহমেদ তুলে নেন ৪২ রানে ৪ উইকেট।

অন্য ম্যাচে হাইস্কোরিং উত্তেজনায় করাচি কিংস ২৩৪ রানের বিশাল টার্গেট তাড়া করে ৪ উইকেটে জয় তুলে নেয়। করাচির জেমস ভিন্স মাত্র ৪৩ বলে খেলেন ১০১ রানের দুর্দান্ত ইনিংস।

বাংলাদেশি ৩ ক্রিকেটার এবারের পিএসএলে খেলছেন। করাচি কিংসে লিটন দাস, লাহোর কালান্দার্সে রিশাদ হোসেন আর নাহিদ রানা ডাক পেয়েছেন পেশোয়ার জালমিতে। 

যদিও এদের মাঝে এই মুহূর্তে পাকিস্তানে আছেন শুধু রিশাদই। আঙুলের চোট নিয়ে লিটন ছিটকে গেছেন ম্যাচ খেলার আগেই। এদিকে নাহিদ রানা বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের পর উড়াল দেবেন পাকিস্তানের জন্য।

মন্তব্য করুন