সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

শিগগিরই ঘুচে যাবে বিসিবির আক্ষেপ

স্পোর্টস ডেস্ক
  ১২ এপ্রিল ২০২৫, ১২:০৯

সেই ২০১৪ সালে বাংলাদেশ সবশেষ কোনো বিশ্বকাপ আয়োজন করেছিল। এরপর গেল বছর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। তবে শেষ মুহূর্তে তা সরে যায় রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে। 

তবে সে আক্ষেপটা শিগগিরই ঘুচে যাচ্ছে বিসিবির। অ-১৯ নারী বিশ্বকাপের আয়োজক স্বত্ব পেতে যাচ্ছে বাংলাদেশ।  

২০২৭ সালে হবে এই বিশ্বকাপের লড়াই। এটি হতে যাচ্ছে টুর্নামেন্টের তৃতীয় আসর। প্রথমটি হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। দ্বিতীয় আসর হয়েছে মালয়েশিয়ায়। দুটো আসরেই জিতেছে ভারত। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতোমধ্যেই এই টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। যদিও তা শুধু দলকে নিয়েই। প্রথম বিভাগের ক্লাব ও বয়সভিত্তিক পর্যায়ের কোচদের সমন্বয়ে প্রতিভা খুঁজে বের করা আর তাদের পরিচর্যার দিকে নজর দিয়েছে বিসিবি। 

সারা দেশেই এই প্রক্রিয়া শুরু করছে বিসিবি। ক্লাব ও কোচেরা মিলে খেলোয়াড়দের নিয়ে আসবে পাইপলাইনে, যা ঘরের মাঠে অনুষ্ঠেয় বিশ্বকাপে শক্তিশালী দল হিসেবে মাঠে নামতে সাহায্য করবে বাংলাদেশকে, আশা বিসিবির। 

বোর্ডের বিশ্বাস, নারী ক্রিকেটের এ বৈশ্বিক আসর বাংলাদেশে হলে তা শুধু নারী ক্রিকেটকেই নয়, একটা নতুন প্রজন্মকেও ক্রিকেটে আসার জন্য অনুপ্রাণিত করবে।

মন্তব্য করুন