শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

পাকিস্তান সুপার লিগে নাহিদ-লিটন-রিশাদ 

স্পোর্টস ডেস্ক
  ১১ এপ্রিল ২০২৫, ১৫:১২
ছবি-সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে নাম লিখিয়েছিলেন ৩৯ বাংলাদেশি। দল পেয়েছেন তিনজন—নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। 

গতিতারকা নাহিদকে গোল্ড ক্যাটাগরিতে টেনেছে পেশোয়ার জালমি এবং লিটন ও রিশাদকে সিলভার ক্যাটাগরিতে নিয়েছে লাহোর কালন্দার্স ও করাচি কিংস। তিনজনই পেয়েছেন খেলার ছাড়পত্র।

রিশাদের দল লাহোরের ম্যাচ আছে রাতে। আগামীকাল খেলবে লিটন দাসের দল। দুজনেই নিজ নিজ দলের সঙ্গে ইতোমধ্যে যোগ দিয়েছেন। নাহিদকে পেতে পেশোয়ারের অপেক্ষা করতে হবে। 

২০ এপ্রিল সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট খেলে পাকিস্তানে যাবেন নাহিদ। সেক্ষেত্রে তিন খেলতে পারবেন না গ্রুপ পর্বের পাঁচটির মতো ম্যাচ। বাকি দুজন পুরো মৌসুমের অনাপত্তিপত্র পেয়েছেন।

তিন টাইগার তারকা কবে কাদের বিপক্ষে নামবে—

১১ এপ্রিল    লাহোর-ইসলামাবাদ    রাত সাড়ে ৯টা
১২ এপ্রিল    পেশোয়ার-কোয়েটা    বিকেল সাড়ে ৪টা
১২ এপ্রিল    করাচি-মুলতান            রাত ৯টা
১৩ এপ্রিল        লাহোর- কোয়েটা    রাত ৯টা
১৪ এপ্রিল    পেশোয়ার-ইসলামাবাদ    রাত ৯টা
১৫ এপ্রিল    করাচি-লাহোর            রাত ৯টা
১৮ এপ্রিল    করাচি-কোয়েটা    রাত ৯টা
১৯ এপ্রিল        পেশোয়ার-মুলতান        রাত ৯টা
২০ এপ্রিল    করাচি-ইসলামাবাদ    রাত ৯টা
২১ এপ্রিল    করাচি-পেশোয়ার    রাত ৯টা
২২ এপ্রিল    লাহোর-মুলতান    রাত ৯টা
২৪ এপ্রিল    লাহোর-পেশোয়ার    রাত ৯টা
২৫ এপ্রিল    করাচি-কোয়েটা    রাত ৯টা
২৬ এপ্রিল    লাহোর-মুলতান    রাত ৯টা
২৭ এপ্রিল    পেশোয়ার-কোয়েটা    রাত ৯টা
৩০ এপ্রিল    লাহোর-ইসলামাবাদ    রাত ৯টা
১ মে                করাচি-মুলতান     বিকেল সাড়ে ৪টা
১ মে                লাহোর- কোয়েটা    রাত ৯টা
২ মে    পেশোয়ার-ইসলামাবাদ    রাত ৯টা
৪ মে    করাচি-লাহোর    রাত ৯টা
৫ মে     পেশোয়ার-মুলতান    রাত ৯টা
৯ মে     লাহোর-পেশোয়ার    রাত ৯টা
১০ মে    করাচি-ইসলামাবাদ    রাত ৯টা

আজ ইসলামাবাদে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের পিএসএলের। রাত ৯.৩০ মিনিটে রিশাদদের ম্যাচ। ৬ দলের এই টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ৩৪টি। ১৮ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের ফাইনাল।

মন্তব্য করুন