শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ফের জ্বলে উঠলেন কোহলি

স্পোর্টস ডেস্ক
  ০৭ এপ্রিল ২০২৫, ২২:০৯
ছবি-সংগৃহীত

আগের দুই ম্যাচে রান পাননি বিরাট কোহলি। চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিপক্ষে ৩১ আর গুজরাট টাইটানসের বিপক্ষে করেছিলেন মাত্র ৭ রান। আজ সোমবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ফের জ্বলে উঠেছেন ডানহাতি তারকা ব্যাটার। এবারের আসরের উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে অপরাজিত ৫৯ রানের পর আজ করেছেন ৪২ বলে ৬৭ রান।

কোহলির রানে ফেরার দিনে ৫ উইকেটে ২২১ রানের বিশাল পুঁজি গড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুুরু (আরসিবি)। জিততে হলে মুম্বাইকে করতে হবে ২২২ রান।

বড় পুঁজি গড়ার পথে বেঙ্গালুরুকে সহায়তা করেছেন অধিনায়ক রাজত পতিদার। তিনি রান তুলেছেন কোহলির চেয়েও দ্রুতগতিতে। ৬৪ রানের ইনিংস খেলেছেন মাত্র ৩২ বলে।

শেষ দিকে বেঙ্গালুরুর রান বাড়িয়ে নিতে কার্যকর ভূমিকা রাখেন জিতেশ শর্মা। ১৬ বলে অপরাজিত ৪০ রান করে দারুণ ফিনিশিং দেন তিনি। এছাড়া ২২ বলে ৩৭ রান করেন দেবদূত পডিক্কেল।

আজ মুম্বাইয়ের জার্সিতে মাঠে নেমেছেন জাসপ্রিত বুমরাহ। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ইনজুরিতে পড়ে ৯৩ দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন ডানহাতি পেসার। তবে ফেরাটা খুব বেশি ভালো হয়নি তার। ৪ ওভারে ২৯ রান দিয়ে কোনো উইকেট ছাড়াই ফিরতে হয়েছে বুমরাহকে।

মুম্বাইয়ের হয়ে ২টি করে উইকেট শিকার করেন ট্রেন্ট বোল্ট ও হার্দিক পান্ডিয়া।

মন্তব্য করুন