বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

গুড নিউজ দিচ্ছেন হার্দিক পান্ডিয়া?

স্পোর্টস ডেস্ক
  ০২ এপ্রিল ২০২৫, ১৪:৫১
ছবি-সংগৃহীত

সময়ের সঙ্গে অনেক কিছু বদলায়। হার্দিক পান্ডিয়ার জীবনে এমন অনেক মুহূর্ত এসেছে। সেটা ক্রিকেটীয় দিক হোক আর ব্যক্তিগত। কেরিয়ারে চোট-আঘাত সঙ্গী হয়েছে অনেক বার। আবারও ঘুরে দাঁড়িয়েছেন। তেমনই নানা বিতর্কও সঙ্গী হয়েছিল। একটি টেলিভিশন শো-তে ঠোটকাঁটা মন্তব্যের জেরে চূড়ান্ত বিতর্ক তৈরি হয়েছিল হার্দিক পান্ডিয়াকে নিয়ে। সে অনেক সময় আগের কথা। সেই বিতর্ক কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছিলেন।

ক্রিকেট কেরিয়ারে চোটও ভুগিয়েছে হার্দিককে। একটা সময় কপিল দেবের মতো কিংবদন্তির সঙ্গে তুলনায় আনা হত হার্দিক পান্ডিয়াকে। দুর্দান্ত ফিটনেস। তিন ফরম্যাটেই দাপিয়ে খেলছিলেন। কপিল দেবের পর ভারতীয় ক্রিকেটে সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, এমনটাই মনে করা হত। কিন্তু চোটের কারণে টেস্ট ক্রিকেটকে ভুলতে হয়েছে। দীর্ঘ ফরম্যাটে আর জায়গা হয় না। সাদা বলের স্পেশালিস্ট থেকে গিয়েছেন।

এর সঙ্গে জুড়ে দেওয়া যায় আইপিএলের দুঃসময়ও। গত মরসুমের ঘটনা। সকলেরই জানা। গুজরাট টাইটান্স থেকে ট্রেডিংয়ে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরেছিলেন। রোহিতকে সরিয়ে তাকে ক্যাপ্টেন্সি দিতেই ক্ষুব্ধ হয়ে পড়েন মুম্বই সমর্থকরা। 

অন্যদিকে, রিটেনশন তালিকা প্রকাশের পর দল ছাড়ায় ক্ষুব্ধ ছিলেন টাইটান্সের সমর্থকরাও। এ মরসুমে আমেদাবাদে ম্যাচ দিয়েই আইপিএল যাত্রা শুরু হয়েছে হার্দিকের। ম্যাচ হারলেও সমর্থকদের কাছে হারেননি। গ্যালারি এবার আর তাকে বিদ্রুপ করেনি। ব্যক্তি হার্দিক জিতেছেন বলাই যায়।

তেমনই মুম্বই ইন্ডিয়ান্সের হোম গ্রাউন্ড ওয়াংখেড়েতেও চিত্র বদলেছে। সেটা কলকাতা নাইট রাইডার্স ম্যাচেই পরিষ্কার। মরসুমের প্রথম হোম ম্যাচ ছিল। হার্দিকের দুর্দান্ত ক্যাপ্টেন্সিতে বড় জয় মুম্বইয়ের। গ্যালারিও তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। হার্দিক পান্ডিয়া আবারও মুম্বইয়ের প্রিয় হয়ে উঠেছেন। কিন্তু ব্যক্তিগত জীবনের ক্ষত কি সেরেছে তাতে?

এই প্রশ্নের সঠিক উত্তর একমাত্র হার্দিকই জানেন। সার্বিয়ান মডেল নাতাশার সঙ্গে বিবাহ বিচ্ছেদ, একলা জীবনে মানিয়ে নিতে সময় লেগেছে। ছেলে অগস্ত্য তার কাছে থাকে। সেটাই বড় ভরসা। মাঠের হতাশা কেটে যায় ছেলের সঙ্গে সময় কাটিয়ে। শীঘ্রই কি কোনো গুড নিউজ দিতে চলেছেন হার্দিক পান্ডিয়া? জল্পনা বহুদিন ধরেই চলছে। কেকেআর ম্যাচের পর সেই জল্পনা আরও জোরালো।

ব্রিটিশ সিঙ্গার জ্যাসমিন ওয়ালিয়ার সঙ্গে হার্দিক পান্ডিয়ার সম্পর্ক নিয়ে জল্পনা দীর্ঘ দিনের। মুম্বই ইন্ডিয়ান্সের হোম ম্যাচেও স্ট্যান্ডে ছিলেন জ্যাসমিন। এই প্রথম তিনি কোনো ম্যাচে ছিলেন তা নয়। মুম্বই ইন্ডিয়ান্সের আগের ম্যাচে আমেদাবাদেও দেখা গিয়েছিল জ্যাসমিনকে। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির সময় দুবাইতেও। 

ভারতীয় দলের ক্রিকেটারদের স্ত্রী, বান্ধবীদের সঙ্গে বসে খেলা দেখেছেন। মুম্বইতে সূর্যকুমার যাদবের স্ত্রী দেবীশা শেট্টির সঙ্গে দেখা যায় জ্যাসমিনকে। এমনকি ম্যাচ শেষ তাদের সঙ্গেই টিম বাসে ওঠেন। আর এর থেকেই জোর গুঞ্জন। ব্যক্তিগত জীবন নিয়েও কি নতুন ইনিংস শুরু করছেন হার্দিক?

মন্তব্য করুন