শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩২

ঘরে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়

স্পোর্টস ডেস্ক
  ০৮ মার্চ ২০২৫, ১৭:০৪

মুসলিম উম্মাহর জন্য পবিত্র মাহে রমজান একটি তাৎপর্যপূর্ণ মাস। এই মাসে আল্লাহর হুকুম অনুসারে ৩০ দিন রোজা পালন করা ফরজ। 

অথচ এই ফরজ রোজা না রেখে চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে দিনের বেলায় প্রকাশ্যে পানি পান করে তোপের মুখে ভারতীয় মুসলিম তারকা পেস বোলার মোহাম্মদ শামি। 

রমজান মাসে দিনের বেলায় প্রক্যাশ্যে পানি পান করায় সোশ্যাল মিডিয়ায় শামিকে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রাজভি বেরলভিও। 

মাওলানা শাহাবুদ্দিন রাজভি বলেছেন, রমজান মাসে মুসলিমরা রোজা রাখেন, এটি আল্লাহর নির্দেশিত একটি ফরজ কাজ। রমজান মাসে রোজা না রেখে প্রকাশ্যে পানি পান করা ওনার উচিত হয়নি। 

প্রকাশ্যে পানি পান করার কারণে সারা বিশ্বের মানুষ তাকে দেখছেন। উনি খেলছেন মানে উনি সুস্থ আছেন। সুস্থ থাকার পরও রোজা রাখেননি। যা মানুষের মধ্যে ভুল বার্তা পৌঁছে যাচ্ছে। শরীয়তের দৃষ্টিতে উনি অন্যায় করেছেন।

এমন পরিস্থিতিতে মোহাম্মদ শামির পক্ষে দাঁড়িয়েছেন ভারতীয় সাবেক তারকা স্পিনার হরভজন সিং। তিনি বলেছেন, ‘আমি এই বিষয়ে নিতান্ত ব্যক্তিগত মতামত জানাতে পারি। হতে পারে আমার ধারণা ঠিক নয়। 

আবার আমার মতামত সঠিকও হতে পারে। খেলার জগতকে আলাদা রাখা উচিত। লোকে দৈন্দন্দিন জীবনে নিজ নিজ ক্ষেত্রে বিচরণ করেও ধর্মীয় আচরণ পালন করতে পারেন। তবে এমন একটা পরিস্থিতিতে শামি অথবা রোহিত বা অন্য কারও সেটা পালন করবে, এমনটা আশা করা ঠিক নয়।’

ভাজ্জি আরও বলেছেন, ‘আপনি বাড়িতে বসে রয়েছেন বা অন্য কোনও কাজে ব্যস্ত রয়েছে আপনার পক্ষে রোজা রাখা সম্ভব। কিন্তু যখন আপনি খেলাধুলো করেন তখন অনেক পরিশ্রম হয়। সেই সময় পানি পান না করলে বা খাবার না খেলে খেলোয়াড়রা অসুস্থ হয়ে পড়তে পারেন। এটা আপনার শরীর। শরীরের জ্বালানি দরকার হয়।’

মন্তব্য করুন