শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩২

কোন কোন জায়গায় উন্নতি করতে হবে রোহিত শর্মাদের

স্পোর্টস ডেস্ক
  ০৩ মার্চ ২০২৫, ১০:২১

নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগেই সেমিফাইনালে জায়গা পাকা হয়ে গিয়েছিল ভারতের। রবিবারের ম্যাচ ছিল শুধু প্রতিপক্ষ ঠিক করার। এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনটি ম্যাচে ভারত জিতলেও পাঁচটি জায়গায় উন্নতি প্রয়োজন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালের আগে দেখে নেওয়া যাক কোন কোন জায়গায় উন্নতি করতে হবে রোহিত শর্মাদের।

খারাপ ফিল্ডিং

এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচ থেকেই ভারতীয় দলের ফিল্ডিং প্রশ্নের মুখে। একের পর এক ক্যাচ ফেলছিলেন রোহিতেরা। ফিল্ডিং নিয়ে সমস্যা যে কাটেনি তা রবিবারও দেখা গেল। বিশেষ করে যে ম্যাচে গ্লেন ফিলিপ্স, কেন উইলিয়ামসনের অবিশ্বাস্য ক্যাচ নিলেন, সেখানে বরুণ চক্রবর্তীকে লুকিয়ে রাখার জায়গা পাচ্ছিলেন না রোহিত। 

ব্যাট হাতে নিউ জ়িল্যান্ডের ব্যাটারেরা খুঁজে খুঁজে যেন ভারতীয় স্পিনারের দিকে বল মারছিলেন। তাঁর দৌড়ে গতি নেই, শরীর ছুড়ে ক্যাচ নেওয়ার ক্ষমতাও নেই। এত স্লথ এক জন ক্রিকেটারকে সেমিফাইনালে খেলালে ফিল্ডিং নিয়ে চিন্তা থাকবে ভারতের। সেই সঙ্গে উইকেটরক্ষক লোকেশ রাহুল কোন বল ধরতে পারবেন, কোনটি পারবেন না বোঝা মুশকিল। ফলে কখনও যদি ব্যাটে খোঁচা লেগে স্পিনারদের বল তাঁর হাতে যায়, তিনি ধরতে পারবেন এমন নিশ্চয়তা নেই। তিনটি ম্যাচে ছ’টি ক্যাচ ফেলেছে ভারত।

জাডেজার উইকেট না পাওয়া

বাংলাদেশ এবং পাকিস্তানের বিরুদ্ধে কোনও উইকেট পাননি রবীন্দ্র জাডেজা। প্রথম উইকেট পান রবিবার। নিউ জ়িল্যান্ডের টম লাথাম রিভার্স সুইপ মারতে গিয়ে আউট হয়ে যান। কিন্তু জাডেজা যে ফর্মে নেই সেটা বোঝা যাচ্ছিল। দুবাইয়ের মন্থর পিচে তিনি গায়ের জোরে বল করার চেষ্টা করছিলেন। যা উল্টে ব্যাটারদের সুবিধা করে দিচ্ছিল। উইকেট না পাওয়ায় আত্মবিশ্বাসে ধাক্কা খেয়েছে তাঁর। সেই কারণেই বলের গতি বাড়িয়ে দিয়েছিলেন। সেমিফাইনালের আগে রবিবার একটি উইকেট পাওয়ায় সুবিধা হয়েছে। তবে আত্মবিশ্বাস ফিরেছে কি না সেটা মঙ্গলবার বোঝা যাবে।

রানে নেই রাহুল

মিডল অর্ডারে লোকেশ রাহুলকে খেলাচ্ছে ভারত। ঋষভ পন্থকে বসিয়ে রেখে খেলানো হচ্ছে রাহুলকে। কিন্তু তিনি তিনটি ম্যাচে ৬৪ রান করেছেন মাত্র। নট আউট ছিলেন বাংলাদেশের বিরুদ্ধে। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে রান করতে পারেননি। রবিবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধেও পারলেন। বড় ম্যাচে তাঁর ব্যাটে রান না থাকলে সমস্যা। শুরুতে পর পর উইকেট চলে গেলে মিডল অর্ডারে ইনিংস গড়ার এক জনকে প্রয়োজন। সেই কাজটা রাহুল করতে পারেননি। সেমিফাইনালেও রান না পেলে সমস্যা হবে ভারতের।

ব‍্যাটারদের স্ট্রাইক রেট

ভারতীয় ব্যাটারদের মধ্যে ১০০-র উপর স্ট্রাইক রেট শুধু রোহিত এবং হার্দিক পাণ্ড্যের। ভারত সব ম্যাচ খেলছে দুবাইয়ে। সেখানে বল ঠিক মতো ব্যাটে আসছে না। থমকে যাচ্ছে। যে কারণে দ্রুত রান তোলা কঠিন। কিন্তু তা-ও আর একটু স্ট্রাইক রেট ভাল থাকলে ভারত বড় রান তুলতে পারত। সেমিফাইনালে কখনও যদি দ্রুত রান তোলার প্রয়োজন হয়, তখন সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও দুবাইয়ের পিচে দ্রুত রান তোলা কঠিন। নক আউটে ভারতের প্রতিপক্ষকেও সেই সমস্যার মুখে পড়তে হবে।

রান দিচ্ছেন শামি

বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছিলেন মহম্মদ শামি। কিন্তু পাকিস্তান ম্যাচে উইকেট পাননি। কিন্তু রান দিয়েছেন। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধেও উইকেট পাননি। রবিবার ব্যাট করার সময় তাঁর কাঁধে বল লাগে। বল করার সময় সমস্যা হচ্ছিল। সেমিফাইনালের আগে শামিকে সুস্থ চাইবে দল। বড় ম্যাচে তাঁর অভিজ্ঞতার প্রয়োজন আছে। শামি খেলতে না পারলে ভারতের দুই পেসার অর্শদীপ সিংহ এবং হর্ষিত রানা। এক দিনের ক্রিকেটে দু’জনেই অনভিজ্ঞ। তাই শামিকে অবশ্যই প্রয়োজন ভারতের। সেই সঙ্গে তাঁকে উইকেটও নিতে হবে। আটকাতে হবে রানও।

মন্তব্য করুন