শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

মন খারাপ হৃদয়ের

ডেস্ক রিপোর্ট
  ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৩
ছবি-সংগৃহীত

দলের জন্য কী না করার চেষ্টা করেছেন! শেষদিকে পায়ে টান লেগে মাটিতে পড়ে ছিলেন অনেকক্ষণ। খুঁড়িয়ে খুঁড়িয়ে রান নিয়ে পূরণ করেছেন সেঞ্চুরি। খেলেছেন শেষ ওভার পর্যন্ত।

ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরিটা আইসিসির টুর্নামেন্টে, সেটাও দলের ভীষণ বিপর্যয়ের মুখে। হৃদয়ের হৃদয় রাঙানো ব্যাটিংয়ের প্রশংসা শোনা গেছে ভারতীয়দের মুখ থেকেও।

কিন্তু এত যে লড়াই, দলকে কঠিন বিপর্যয় থেকে (৩৫ রানে ৫ উইকেট) ২২৮ রান পর্যন্ত পৌঁছে দেওয়া। বিফলে গেছে ভারতের কাছে ৬ উইকেটের হারে।

হৃদয়ের তাই মন খারাপ। তবে যত কষ্টই হোক, নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে খেলতে চান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন হৃদয়।

গতকাল ম্যাচের পর ফেসবুকে হৃদয় লিখেছেন, ‘আন্তর্জাতিক ক‍্যারিয়ারের প্রথম শতক, তবে সবটুকুই বৃথা হয় যখন দল হেরে যায়। শতরানের জন‍্য আল্লাহর কাছে শুকরিয়ার শেষ নেই, তবে মন খারাপ হয়তো আমি আর একটু ভালো খেললে দলের জন‍্য আরও ভালো হতো। পরের ম‍্যাচে ফিরতে চাই, তার জন‍্য যতো কষ্টই সহ‍্য করতে হোক না কেনো।’

এদিকে ম্যাচের পর নিজের চোট নিয়ে হৃদয় বলেন, ‘(এখন) আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমার কাছে মনে হয় আমার ক্র্যাম্পিংটাই সমস্যা করেছে।’

মন্তব্য করুন