শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩২

বিপিএল: বরিশালের সামনে বড় টার্গেট

স্পোর্টস ডেস্ক
  ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২০
ছবি-সংগৃহীত

বিপিএলে দ্বিতীয় শিরোপার সামনে বরিশাল। আর প্রথম সুযোগ চট্টগ্রামের। দুদলের ফাইনালে আগে ব্যাটিং করে ১৯৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে চিটাগং। শিরোপা জিততে বরিশালের দরকার ১৯৫ রান।

চলমান বিপিএলের মাঝখানেই ছিল খবর, চিটাগং কিংস ব্যাটার পারভেজ হোসেন ইমনের পাওনা আটকে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। আর এই ইমনই এবার ফাইনালে তাদের এনে দিলেন লড়াকু পুঁজি। খেলেছেন অপরাজিত ৭৮ রানের ইনিংস। আর এই সুবাদে ১৯৪ রানের সংগ্রহ পায় চিটাগং।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিতে ব্যাট করতে থাকেন চিটাগংয়ের দুই ওপেনার খাজা নাফে এবং পারভেজ হোসেন ইমন। 

তারা দুইজনে মিলে গড়েন, ১২১ রানের উদ্বোধনী জুটি। এরপর আউট হন নাফে। এবাদতের করা অফ স্ট্যাম্পের বাইরে কাট খেলতে গিয়ে কিপারের গ্লাভসে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। খেলেছেন ৪৩ বলে ৬৬ রানের ইনিংস। 

এরপর আরেক ওপেনার ইমন ৭০ রানের জুটি গড়েন, গ্রাহাম ক্লার্কের সঙ্গে। ক্লার্ক খেলেন ২৩ বলে ৪৪ রানের ইনিংস। যে কারণে ১৯৪ রানের বড় সংগ্রহ পায় চিটাগং। 

বরিশালের হয়ে মোহাম্মদ আলী এবং এবাদত হোসেন উভয়েই নিয়েছেন একটি করে উইকেট।

মন্তব্য করুন