২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপে হারানোর পর আবারও বিশ্বমঞ্চে আয়ারল্যান্ডের কাছে ধরাশায়ী ইংল্যান্ড। মেলবোর্নে বুধবার সুপার টুয়েলভে দুই দলই নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামে।
দুই দলের জন্যই মহা গুরুত্বপূর্ণ ম্যাচ, এই ম্যাচে টস জিতে আইরিশদের ব্যাট করার আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক জশ বাটলার।
ব্যাট করতে নেমে দলীয় ২১ রানের মাথায় পল স্টার্লিং ১৪ (৮) রানে বিদায় নিলেও অ্যান্ডি বিলবার্নি ও লরকান টাকার মিলে ১০৩ রান পর্যন্ত নিরবচ্ছিন্ন থাকেন।
টাকার ৩৪ (২৭) রানে বিদায় নেয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড। তবে একপ্রান্ত আগলে রেখে ৪৭ বলে ৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বিলবার্নি।
শুরুতে দারুণ গতিতে রান তুললেও শেষ পর্যন্ত কুড়ি ওভার ব্যাটিং করতে পারেনি আয়ারল্যান্ড। ১৯.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৭ রানে থামে আইরিশরা।
জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই জশ বাটলারকে (০) সাজঘরে ফেরান জশুয়া লিটল। এরপর অ্যালেক্স হেলসকে ৭ রানে ফেরান লিটল।
বেন স্টোকসকে ৬ রানে বোল্ড করে ফেরান ফিওন হান্ড। হ্যারি ব্রুক ফেরেন ১৮ রান করে। দলের এমন বিপর্যয়ে হাল ধরার যেন কেউ নেই। ডেভিড মালানও বিদায় নেন ৩৭ বলে ৩৫ রান করে।
১৪ ওভারে ৫ উইকেটে ১০৫ রান তুলে যখন ধুঁকছিল ইংল্যান্ড, তখনই নামে বৃষ্টি। ১৪তম ওভারের তৃতীয় বল শেষে আর মাঠে গড়ায়নি খেলা। শেষ পর্যন্ত বৃষ্টি আইনে ৫ রানে জয়ী ঘোষণা করা হয় আয়ারল্যান্ডকে।
এই জয়ে এ গ্রুপে পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে এলো আয়ারল্যান্ড আর ইংল্যান্ড নেমে গেল তিন নম্বরে।
মন্তব্য করুন