বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যরাজধানীপাঠকের কথাআবহাওয়াফিচারশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

কোকেন আসক্ত ছিলেন ওয়াসিম আকরাম 

স্পোর্টস ডেস্ক, দেশ টিভি
  ৩১ অক্টোবর ২০২২, ১১:৩৬
ফাইল ছবি।

বিশ্ব ক্রিকেটের অন্যতম তারকা ও পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম আত্মজীবনী নিয়ে হাজির হচ্ছেন। সেখানে বিস্ফোরক এক  স্বীকারোক্তি দিয়েছেন কিংবদন্তি এই পেসার।  তার সেই স্বীকারোক্তিতে বিস্মিত ক্রিকেট বিশ্ব। 

ওয়াসিম আকরাম লিখেছেন, একটা সময় অন্ধকার জীবনে নিজেই ডুবে গিয়েছিলেন তিনি। খেলা ছাড়ার পর কোকেনে আসক্ত হয়ে পড়েছিলেন।  

ক্রিকেটবোদ্ধাদের ভাষ্য, ৬ বল ছয় রকম করে ডেলিভারি দিতে পারতেন এ বাঁহাতি পেসার।

আর সেই ওয়াসিমই কিনা ডুবলেন নিষিদ্ধ মাদক সেবনে! অবশ্য সেটি অবসরের পর। 

২০০৩ সালে ১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানেন ওয়াসিম আকরাম। এরপরই কোকেন নেওয়া শুরু করেন তিনি। 

আত্মজীবনীতে তিনি লিখেছেন, ‘আমি যা ইচ্ছা তাই করতে চাইতাম, পার্টি করতে পছন্দ করতাম। দক্ষিণ এশিয়ায় খ্যাতির ধরনটা সর্বগ্রাসী, প্রলুব্ধ করে এবং মনকে বিপথে ঠেলে দেয়। এখানে এক রাতে ১০টি পার্টিতে যাওয়া সম্ভব এবং কেউ কেউ যায়ও। এটি আমার ওপর প্রভাব ফেলেছিল। সবচেয়ে খারাপ দিক হলো— আমি কোকেনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিলাম।  ইংল্যান্ডে একটা পার্টিতে প্রথম কোকেন গ্রহণ করেছিলাম। ধীরে ধীরে অভ্যাস বেড়ে যেতে থাকে। একটা সময় মনে হতো, শারীরিক ক্রিয়াকলাপের জন্য কোকেন নিতেই হবে!’

একদিন ওয়াসিমের প্রথম স্ত্রী হুমা হাতেনাতে ধরে ফেলেন তাকে। পরে সহধর্মিণীর সহায়তায় এই ভয়ঙ্কর নেশা থেকে বেরিয়ে আসতে সক্ষম হন ওয়াসিম।

নেশার জগৎ থেকে বেরিয়ে আসা নিয়ে ওয়াসিম বলেন, ‘আমার কোকেন গ্রহণের পরিমাণ দিন দিন বেড়েই যাচ্ছিল। রাতে ঘুমাতে পারতাম না। ডায়াবেটিস বেড়ে যাচ্ছিল। নেশায় ডুবে সেটি তো খেয়ালই ছিল না। যে কারণে মাথাব্যথা বাড়তে থাকে। আমার আচরণগত পরিবর্তন হতে থাকে।  হুমা একদিন আমাকে ধরে ফেলে।  আমার ওয়ালেটে কোকেনের প্যাকেট দেখে বলে, ‘তোমার সাহায্য দরকার।  আমি রাজি হয়ে যাই। ’ আমার প্রতি হুমার শেষ যত্ন ছিল মাদক থেকে আমাকে বের করে আনা। আমি সেটি পেরেছিলাম। তার পর থেকে কোকেন আর ছুঁয়েও দেখিনি। ’

মন্তব্য করুন