যারা ঘরে বসে খাবার-রূপচর্চার ভিডিও তৈরির পাশাপাশি ভ্রমণের ভ্লগিং (ভিডিও ব্লগ) করেন তাদের জন্য এসেছে নতুন ক্যামেরা। এসব ভিডিও ইউটিউবসহ বিভিন্ন সাইটে প্রচার করে কেউ কেউ তারকাও বনে গেছেন। তাই বর্তমানে তরুণ-তরুণীদের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ভ্লগিং। বিষয়টি মাথায় রেখে জেভি-ওয়ানএফ মডেলের নতুন ভ্লগিং ক্যামেরা তৈরি করেছে সনি। খবর দ্য ভার্জ।
আকারে ছোট এ ক্যামেরা ছোট স্ট্যান্ডের সঙ্গে যুক্ত করে ব্যবহার করা যায়। ফলে নির্দিষ্ট স্থানে রেখে বা হাতে নিয়েও ভিডিও করা সম্ভব। ধারণ করা ভিডিওর দৃশ্য সম্পর্কে ধারণা দিতে আলাদা এলসিডি পর্দা রয়েছে ক্যামেরায়। ফলে ভিডিও করার সময়ই ভিডিওর ফ্রেম বা আলো সম্পর্কে জানা যায়।
২০ মেগাপিক্সেলের বিএসআই সিমোস সেন্সর সুবিধা থাকায় এ ক্যামেরায় ফোরকে প্রযুক্তির ভিডিও করা যায়। স্লো মোশন ভিডিও তৈরির সুযোগও রয়েছে। ২২৯ গ্রাম ওজনের এ ক্যামেরা এ মাসের শেষ নাগাদ পাওয়া যাবে। দাম ৪৯৯ ডলার।
মন্তব্য করুন